কবিতা : সাধারণ বিভাগ
বিপন্ন মানবতা
রাজনীতির মোড়কে ধর্ম হয়েছে পণ্য
বিকোচ্ছে দেদার বিশ্বের বাজারে,
উন্নয়নের আকাশে চলেছে ভুখা মানুষের মিছিল
হিংস্র শ্বাপদের কালো হাত কেড়েছে গরীবের মুখের অন্ন।
ন্যূনতম শিক্ষার আর খাদ্যের অধিকার আজ শুধুই অলীক স্বপ্ন ,
ভোটের রাজনীতিতে লেখা হয় উন্নয়নের জনমোহিনী রঙীন লিফলেট,
মসনদে পৌঁছে লাল সুতোর ফাঁসে টেবিল থেকে টেবিলে ঘুরে তা হয় ধূলায় মলিন আর জীর্ণ।
মুখোশধারীরা ব্যাস্ত সবাই ক্ষমতা কুক্ষিগত করার খেলায় ,
শাসকের রক্তচক্ষু মানুষের সব অধিকার যে কেড়েছে অবলীলায়।
মত প্রকাশের স্বাধীনতা ও আজ ভুলুন্ঠিত,নেই আস্থা মানবিকতাতে,
গণত্রান্তিক ব্যবস্থায় থেকেও চলছে গণতন্ত্ররই হত্যালীলা রক্ত মাখা হাতে!
অবিশ্বাস ঘৃণা আর হিংসার দোলাচলে
এ পৃথিবী মুখ ঢেকেছে ধূসর অন্ধকারে,
নিরবিচ্ছিন্ন এক অরাজকতা চলছে সমগ্র বিশ্ব জুড়ে ।
শুধু ভালোবাসা
তোমার শরীরী বিভঙ্গে মুগ্ধ আমি
নগ্নতাকে খুঁজি না,
তোমার চোখের মাদকতায় আছন্ন আমি
তোমার শরীরের বিভাজিকাগুলোকে মনে রাখি না,
তোমার মনের গভীরে ডুব দিয়ে হারিয়ে যাই গভীরতায়
শরীরী ভালোবাসার শরিক হতে চাই না,
তোমার গভীর গোপন ভালোবাসায়
আমি বাসা বাঁধি
ক্ষণিকের সুখে ভেসে হারিয়ে যেতে চাই না,
তোমার সাথে তোমার মত করে কাটিয়ে দিতে চাই অনন্তকাল
তোমার যৌবনের ছায়াসঙ্গী হতে চাই না ,
তোমার চোখে চোখ রেখে হাঁটতে পারি
হাজার আলোকবর্ষ ধরে
তোমার টানে তাইতো আমার এ ফিরে আসা
পৃথিবীর পথ ধরে ।।
কবিতাপাঠ
'কৃষ্ণকলি', রবীন্দ্রনাথ ঠাকুর
ফটোগ্রাফি
Journey of life
Pic Ritoban Dutta
Class xii, Delhi Public School ,Siliguri
Camera Canon 1000D
Place Dhubri, Assam
|
*******
রুনা দত্ত শর্মা শিলিগুড়ি সমাজ সেবিকা ,শিল্পী, লেখিকা ****** |
No comments:
Post a Comment