এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শান্তনু পাত্র


কবিতা : সাধারণ বিভাগ


মৃত্যুর মৃত্যুবার্ষিকী

শব্দভেদী বাণে দক্ষ
অভিধানকে নদী বানিয়েছি
দক্ষিণী সিনেমার মতো
বিরোধী আসন থেকে সোজা সেলিব্রিটি।
যাদের ফুসফুস ছোটো
তারা কফ সিরাপ খাও
শীতের সোহাগী দুপুরে
ফুল সাউন্ডে ডিজে বাজিয়ে
মৃত্যুর মৃত্যুবার্ষিকী পালন করি।



বাহুবলী

বন্য চড়ুইভাতির আগুনে
বিজ্ঞপ্তি ছাড়াই
বাহুবলী গুলি চালায়
নিরীহ হরিণীর তলপেটে
পলাশ ঝরে যায়
উষ্ণ রক্তের নুন গন্ধ ।

কোমলতা আগুনে পোড়ে
শান্তিজলে বিদ্রোহ থামে
বাঘিনীরা বিধবা হয়না ।

শান্তনু পাত্র
মুচডাঙ্গা,আমরাল,বিষ্ণুপুর ,বাঁকুড়া, 722122.
পশ্চিমবঙ্গ, ভারত ।
santanupatra1984@gmail.com
শূন্য দশকে লেখালেখি শুরু।
কাব্যগ্রন্থ- " জাতিস্মর " (2017)
সম্পাদিত পত্রিকা - "ঢলকিশোর" ।

*****

No comments:

Post a Comment