এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রাজেশ


কবিতা : সাধারণ বিভাগ


নেই পড়ন্ত বিকালের রোদ্দুর

হঠাৎ কালো মেঘ
ঢাকল শহরের ছাদ।
গাছের শিখর ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা।
আতঙ্কিত মন তেল দিতে ভোলে প্রদীপে।
অন্ধকার তখন বড় রাস্তার মোড়েতেও।
দমকা হাওয়ায় সড়ল মেঘ।
শেষ সূর্য তখন ছাদের পশ্চিম কোণ।
কাটা শহরের গা,
প্রলেপ দিল "পরন্ত বিকালের রোদ্দুর,"
কিন্তু এখন তো আর সূর্য ই ওঠে না।
ঘা ফাটাচ্ছে চামড়া,
বাড়চ্ছে শ্বাস।
কাঁপছে শিখাটা দপ দপ করে।
প্রদীপতলার আধার বাড়িয়ে।
রাজেশ
*****

No comments:

Post a Comment