কবিতা (সাধারণ বিভাগ)
অ্যালকোহলিক
হরিণ জন্ম থেকে কিছু বলছি
তুমি কি ভাসছো আলোতে !
সর্বাঙ্গে রেখাপাত ...
খানিক দাঁড়িয়ে যাও !
প্রহরী এসে নিয়ে যাক আলো
স্রোতে ভাসবো না আর
ঝড় মাত্রই অ্যালকোহলিক
হরিণ জন্ম থেকে কিছু বলছি
তুমি কি ভাসছো আলোতে !
সর্বাঙ্গে রেখাপাত ...
খানিক দাঁড়িয়ে যাও !
প্রহরী এসে নিয়ে যাক আলো
স্রোতে ভাসবো না আর
ঝড় মাত্রই অ্যালকোহলিক
জ্বর
দু'এক কথা বলি
কেমন আছো
আমি হাঁটতে পারি না
ইত্যাদি ইত্যাদি
***
তোষকের নীচে বৃষ্টি বাড়লে
উড়ন্ত পোকারাও মেঘের স্বাদ বুঝে নয়
এসব ভাবলেই
লেপের ভেতরে জ্বর আসে
***
এমন করে তাকালে
কি কথা বলি
তুমি তো তেমন নও
যেমন একটা ঘড়ি
No comments:
Post a Comment