এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পার্বতী রায়


কবিতা (সাধারণ বিভাগ)


অ্যালকোহলিক

হরিণ জন্ম থেকে কিছু বলছি 
তুমি কি ভাসছো আলোতে !
সর্বাঙ্গে রেখাপাত ...

খানিক দাঁড়িয়ে যাও !

প্রহরী এসে নিয়ে যাক আলো 
স্রোতে ভাসবো না আর 

ঝড় মাত্রই  অ্যালকোহলিক


জ্বর

দু'এক কথা বলি 
কেমন আছো 
আমি হাঁটতে পারি না 
ইত্যাদি ইত্যাদি 

***
তোষকের নীচে বৃষ্টি বাড়লে 
উড়ন্ত পোকারাও মেঘের স্বাদ বুঝে নয় 
এসব ভাবলেই 
লেপের ভেতরে জ্বর আসে 

***
এমন করে তাকালে 
কি  কথা বলি 
তুমি তো তেমন নও 
যেমন একটা ঘড়ি
পার্বতী রায়
জন্ম - 1979, বাঁকুড়া
লেখার বয়স নেই , আগেও লেখা আসতো লেখা হয়নি সেভাবে । গত দুই বছর পুরোপুরি কবিতায় ' ' কবিতা পাক্ষিক থেকে কবিতার Journey শুরু । এখান থেকেই 2016 কলকাতা বইমেলায় গ্রন্থমালা সিরিজে আমার প্রথম বই "সূচিপত্রের দেশে "প্রকাশিত ।

****

No comments:

Post a Comment