কবিতা : সাধারণ বিভাগ
" উষ্ণ সঙ্গম বরফে ভালোবাসা"
১।
রাতের নিস্তব্ধতায় যে গল্প বলে, রিপ্লে বোতামে তুমি মহানায়ক
নাভী চক্রের কেন্দ্রে তোমার অবস্হান,
ঘোরাফেরায় অবিরাম দৃষ্টি বদলে পারফিউম বগলে রাতের রিং টোন।
হৃদয় শব্দ যখন বড্ড বেমানান
এগিয়ে যেতেই মুঠো হাতে, রাজধানীর চাকায় পিষে জন্ম মন
মন হালকা পেজা তুলো-জল নজীর বিহীন,
ঠুনকো কাঁচ বা কিশোরীর হোমট্যাক্সের সাদা পাতা
ভালোবাসা স্বশরীরে ব্যান্ডেড কাঠ পেন্সিল, ইরেজার সময় ও প্রেমিকা!
রাতের নিস্তব্ধতায় যে গল্প বলে, রিপ্লে বোতামে তুমি মহানায়ক
নাভী চক্রের কেন্দ্রে তোমার অবস্হান,
ঘোরাফেরায় অবিরাম দৃষ্টি বদলে পারফিউম বগলে রাতের রিং টোন।
হৃদয় শব্দ যখন বড্ড বেমানান
এগিয়ে যেতেই মুঠো হাতে, রাজধানীর চাকায় পিষে জন্ম মন
মন হালকা পেজা তুলো-জল নজীর বিহীন,
ঠুনকো কাঁচ বা কিশোরীর হোমট্যাক্সের সাদা পাতা
ভালোবাসা স্বশরীরে ব্যান্ডেড কাঠ পেন্সিল, ইরেজার সময় ও প্রেমিকা!
২।
'হিয়া''-র দরদে প্রিয়া মশগুল লাল শাড়ি খয়েরি মদ
অ্যাডোলসেন্স বরফ গলে যাবার শেষ নিঃশ্বাসেও চুপ
ভাসমান জ্বালায় গলনাঙ্ক, ঠোঁটের ইশারায় সাহারার মরুভূমি।
পায়ের তালুতে খোঁজে ভাগ্যরেখার মিল ও তিল
তিল ভ্রমণের পূর্ণ সহায়ক সঙ্গমে প্রার্থনা সঙ্গীত
কপূর সঙ্গমে শরীরের আগুন
শতগুণ আগ্রাসী বারুদ জ্যোতিতে
দাবানলে জঙ্গল পোড়ে যোনি গহ্বরে ভরাট ছাই।
শুক্রানুর কান্না আবাল ব্যর্থ বাথরুমের মেঝে বুঝবে না
শত ঋতু কেটে গেলেও জনানা জরায়ু চাই।
অ্যাডোলসেন্স বরফ গলে যাবার শেষ নিঃশ্বাসেও চুপ
ভাসমান জ্বালায় গলনাঙ্ক, ঠোঁটের ইশারায় সাহারার মরুভূমি।
পায়ের তালুতে খোঁজে ভাগ্যরেখার মিল ও তিল
তিল ভ্রমণের পূর্ণ সহায়ক সঙ্গমে প্রার্থনা সঙ্গীত
কপূর সঙ্গমে শরীরের আগুন
শতগুণ আগ্রাসী বারুদ জ্যোতিতে
দাবানলে জঙ্গল পোড়ে যোনি গহ্বরে ভরাট ছাই।
শুক্রানুর কান্না আবাল ব্যর্থ বাথরুমের মেঝে বুঝবে না
শত ঋতু কেটে গেলেও জনানা জরায়ু চাই।
৩।
রাত কাঁদে অঝোরে বালিস চুপসে ফুটো বেলুন
ঘাপটি মেরে অছুত রঙ সব কাঠের বগলে দীর্ঘশ্বাসে নিরাশা
মিথের দোলনায় দোলনা দুলে বাস্তব হাঁটে স্তনের তালে তালে
পোশাকি সময় ঢিলে হলে মমতাময়ী জননী গড়াগড়ি মাঠে
তুলতুলে স্তনের নীচে নিঃশব্দে চেটে হাহাকার
রাতে আরও একটি ফ্রী প্যাকেজ ভাষণে।
বর্ষার সাপ আর ভাদ্রে কুকুর গর্ভবতী
ব্লাউজের টাইট বোতামে ঋতুময়ী
মেদ জমা কোমরে আদিম কালের নব সংস্করণ জননী।
সঙ্গম মঙ্গলময় ধর্ষণ মন খোঁজে উপযুক্ত যোনি
তীর্থেরা কাকেরা মধুর বানীতে গুঁজে রাখে
নিজ নিজ উসংহারহীন সঙ্গম কাহিনি।
No comments:
Post a Comment