এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মুরারি সিংহ


কবিতা : সাধারণ বিভাগ


চলো-চলো

সেল-বায়োলজির অগ্নিকোণে
বাদামি হাসির সঙ্গে চোখাচোখি হল

একটা বিকশিত সমারোহ
একটা হনহন একটা চইচই  
চলো চলো জগৎ-জন
দিঘির ধারে মহুয়াতলায়

কেউ হাত ধরে টানে
কেউ চড়ুইভাতি বনভোজনে
সকাল-দুপুর-সন্ধ্যা

কী যেন এক ঢেউ-ছলছল অঙ্ক
একটা ঝিকিমিকি একটা কলকলানি

চলো চলো জগৎ-জন
চোখের সীমার বাইরে
এক সহস্রার নাচ
এক উঁচু-পাহাড়ের খিদের কথা
ছায়া ও আঁধারের অপ্রতিষ্ঠার কথা
ডাগোর-মুখে অচেনা নাকচাবির কথা

চলো চলো জগৎ-জন
পোশাক ছেড়ে বেরিয়ে আসা
                        যোনি-স্তন-জঙ্ঘা
           নখ থেকে চুল পর্যন্ত
    মানব-সন্তান
চলো

মাটির মুখোমুখি দাঁড়িয়ে
আলিঙ্গনের খুব কাছে

একটা চোরাস্রোত একটা নিশিডাক


মুরারি সিংহ
কবি ও গদ‍্যকার

*****

No comments:

Post a Comment