এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুবল দত্ত


কবিতা : সাধারণ বিভাগ



বয়েস কাল                                       

পাখপাখালী ডাকল আমার চোখে পড়ল রো
সুরকি বিকেল খিড়কি খুলে এলেই যখন গো
চালতা শিকড় চিরে ফাল
কাটুম কুটুম লালে লাল
কাঠের রাজা কেঁদে ভাসায় ফিরে যেওনা
বয়েস হলো আবার কি
সবুজ বনের উকুনটি
ভুল বুঝেছে কালো শিরায় আঙুল রেখোনা



স্বেচ্ছাচার

দেখো দেখো এই যে আমার ভিতরে এই এখানে
হৃদয়ের গভীরে আহ আরাম
এইখানে তমোনীল নেই নির্জলা মদ নেই সাবধানতাও নেই
হাঁ আ আ একটু ভুল করেছি ই ই এই লজ্জা ভাব
কিন্তু কিন্তু কিন্তু সুখী সাবধান !
দেখ দেখ লুকোছাপা ঝোপেঝাড়ে এন্তার মদ
তরল অন্তর্ধুমে উপচে পড়ছে সম্পুর্ণ পৃথিবী         
আর এখানেও বিগলিত রবীন্দ্রসঙ্গীতে
হৃদয় থেকে তলপেটে নেমে যায় ক্ষমা
দেমাকের উষ্ণতায় গাছ পাথর হাসে  
আর তুমি? তুমিও আকাশ হয়েছ ভবিষ্যত্‍?
তবে মুখ আগ্রাসী হাঁ কুকুরদাঁত খুলে
নরম নরম মনোরম পেশাদার সুখী 

সুবল দত্ত
সত্তর দশকের কবি।
সম্পাদনা- সত্তর দশকে চাইবাসা থেকে- ‘উইঢিবি’
ধানবাদ থেকে -‘বিটুমিনাস’ ‘অশ্বমেধ’, বোকারো থেকে -‘ঘুণপোকা’
কবিতার বই- মুখোশের চোখের ছেঁদায় দাহ্য পৃথিবী
গল্প সংকলন- প্ল্যাগিয়ারিস্ট, প্রদাহবোধ-১১
প্রবন্ধ- নিঃসঙ্গতা তার
অনুবাদ-কাব্যগীতা

*****

No comments:

Post a Comment