কবিতা : সাধারণ বিভাগ
দোল
দোলের দোলায়
মনটা ভোলায়
ছেলে মেয়ে থেকে ধাড়ি
পথের দুধারে
পিচকিরি হাতে
ছুটো ছুটি বাড়াবাড়ি।
ঘরের ভেতরে
সাড়া না দিলেও
হাঁকা হাঁকি ডাকা ডাকি
রঙের বাহারে
চুল কিম্ভুত!
মাথা যত ঢেকে রাখি।
কেউ ধরা দেয়
কেউ বা লুকায়
আমি যে দারুণ দুখী
সুযোগ পাইনি
আলতো ছোঁয়ার
অপলক চোখা চোখি !
বুক ধড়ফড়
হৃদ কম্পন
কাছাকাছিতে যাওয়া...
আজও হোলনা
আবির মাখাতে
নিবিড় করে পাওয়া।
******
No comments:
Post a Comment