এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সোনালী মন্ডল আইচ


কবিতা : সাধারণ বিভাগ


বিসর্গ

একটা জব্বর জমকালো ম্যাজিক
অথবা মামুলি দুটোতেই লজিক
একটা থাকে

তোর কথা কেনো ভাবছি
কোলকুঁজো এই সন্ধ্যার সাতকাহনে
ইনিয়ে বিনিয়ে

মুন ওয়াক হানি মুন
ভীষন টকটকে লাল সিঁদুর
আগুনে রঙ

গায়ে হলুদ চুন হলুদ
প্রথমটা স্ক্রিন দ্বিতীয়টা ব্যাথা
আলতো প্রলেপ

সমস্ত ঘটনার ভিতর দিয়ে
ঘুরতে ঘুরতে আসল রাত
ফুরিয়ে যায়

আঙুল একটা একটা বাহানায়
বন্ধ করতে থাকে বোতাম
ঘাটাঘাটি শেষে....


পরিক্রমন

কোনো কোনো ভাঁজ উলঙ্গ করে
শোষণ পীড়নের কেচ্ছা তখন
অগোছালো হয়ে বেরিয়ে পড়ে
ডুবে যাওয়া প্রতিটা কাঠামো

আমরাও খুব খুব স্বপ্ন দেখি
ক্ষুধার্ত সারমেয় দল গন্ধ পায়
অপরাধী চিনে দুঃখে মানসিক মৃত্যু
তারপর মাঝরাতের ঘুমের বারোটা

কোনোদিন আর চাঁদে যাওয়া হয়না
আসলে যাওয়া যায়না বোধহয়
অভিকর্ষ থেকে ক্রমশ দূরত্ব
বেড়ে বেড়ে শেষে ছিটকে পড়া

যে বলে গেছিলো আসছি...
সে আর এলোনা ফিরে
অব্যক্ত মেঘ রাশি ধরার ভেলায়
লাগামহীন মন মাটি আঁকড়ে

এক মাঠ বীজের গোড়াপত্তন
ওরা জন্ম নেয় ঘামে ভিজে
সাবালক আর পুষ্ট শরীরে
লাজুক বাতাসে মাথা নিচু করে
স্বপ্ন খামার ডিজিটাল গোলায়

আগুনে ভাপ
চারিদিক ভোজবাড়ির গন্ধে মঁ মঁ
ওম আমন বাহানায় স্যালাইভা
তারপর এক যান্ত্রিক তোলপাড়
স্বপ্ন ফুটতে থাকে,ফোম হয়
আঙুল নড়ে ঠোঁটে জিভে গলায়
বুক বেয়ে ক্রমে নীচে আরো নীচে
নামতে থাকে....
সোনালী মন্ডল আইচ
কলেজ চারুচন্দ্র,আদিবাস  যতীন দাস রোড ,
ম্যারেড এখন যাদবপুর থাকি

*****

No comments:

Post a Comment