এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

প্রভাত ঘোষ


কবিতা : সাধারণ বিভাগ



গন্তব্য

গন্তব্য শরীর চেনে বৈধতা হীন ক্রীড়াঙ্গন,
অবৈধতা ইঁট পেতেছে, ছাদের আশায় দিন যাপন৷

গর্ত দেখেই বিষধরের বংশ চেনা যায়,
লেশ হীন এক কৃতজ্ঞতার, চূড়ান্ত পর্যায়৷

ধার করা সব মুক্তো মণি, আগলে রেখে ফোঁস,
স্পষ্ট চোখে আয়না দেখে ঢিল ছোঁড়ে আক্রোশ৷

এ অভিশাপ খন্ডাবে কে? ভবিষ্যতও দীন,
কাঁটায় কাঁটায় লোভীর মৃত্যু হওয়াই সমীচীন৷

সীতার বনবাসেও আছে রামের কিছু দায়,
কৈকেয়ী হীন রামায়ণ এক অপূর্ণ অধ্যায়৷

কিছু ক্ষতও জমিয়ে রাখে তাচ্ছিল্যের সিকি,
নতুন কোন রামায়ণ ঠিক লিখছেন বাল্মীকি৷
                      ✍ প্রভাত..🌠



অনুরোধ

ইঁটের ওপর আদরের ইঁট, মাথার ওপর সদ্য কংক্রিট,
চৌকাঠে সাজিয়েছি প্রেমের পাথর৷
হঠাৎ ধেয়ে আসা আনকোরা ঝড়,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷

জীবনের ঝরা কিছু বালি, স্বপ্নে দেখে চাঁদ একফালি,
আশার মাটি লেপে গুনেছি প্রহর৷
স্বার্থের থাবা কিছু মারছে আঁচড়,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷

সদ্য মুকুলে ভরা গাছে, পরিযায়ী পাখি আসে, বাঁচে৷
সুফিয়ানা সুর তোলে পাখিদের স্বর৷
ধূর্তের চালে করে আপনকে পর,
দোহাই তোমায়, ভেঙোনা,
ভেঙোনা আমার সাধের স্নেহের ঘর৷
                    ✍ প্রভাত..🌠

প্রভাত ঘোষ
জন্মদিন - ১৮/১২/১৯৮৮
স্থান - রাণীগঞ্জ
বর্তমান বাসস্থান - কলকাতা
শিক্ষাগত যোগ্যতা - স্নাতক

প্রকাশিত গ্রন্থ -
        ১. কবিতা ও প্রয়াস
২. প্রথম অস্ত্র
 ৩. অচেনা ঘ্রাণ
                         ৪. কাতিল অথবা ঈশ্বরের চোখ
(তৃৃতীয় খন্ড)

                      ******************

No comments:

Post a Comment