কবিতা (সাধারণ বিভাগ)
শহর
অস্তিত্বের কিনারায় ভেসে যাচ্ছে দ্রাঘিমারা
তবুও বেঁচে থাকারা আজ
ধুলোদের গিলে খাচ্ছে প্রতি মুহূর্তে
জোনাকিদের নিঃশ্বাসে ভরে যাক সারা শহর
গলির শেষে দাঁড়িয়ে থাকে সেই অলীক প্রেমিকা..।
মাইন্ড
ভুলে যাওয়া শত শত চিঠির ভারে
অপ্রাপ্তির সেই গোলাপের পাপড়িরা ডুবে যাচ্ছে
গোপনীয় সব রক্ত চুষে নেওয়া কবিতা গুলো
একরাশ শ্যাওলাদের শূন্যতায় পূর্ণ
ইলেকট্রনরা আজও পুরানো উপন্যাসের তলায় মুখ লুকায়
ভেজা পালকের নিঃশব্দতায় পুড়ে যায় পলাশের মন ।।
সায়ন্তনী হোড় |
পরিচিতি- স্নাতক করে বর্তমানে বি.এড দ্বিতীয় বর্ষে পাঠরতা নিতান্তই ভালোলাগা থেকে লেখালিখি শুরু।
No comments:
Post a Comment