কবিতা (সাধারণ বিভাগ)
চিতা
এক আকাশ বিষন্নতা আজ দিগন্তে
স্মৃতিতে জেগে থাকে বালিয়ারী ধু ধু
রূপনারানের চরে কাঁদি আমি একা
জেগে থাকে মাঝরাতে একা কবুতর।
তবুও সবাই বাঁচে গড়ে খেলাঘর
বৃথা আয়োজনে মাতে ভুলে সারকথা
অদৃশ্যে মৃদু হাসে নীরব বিধাতা
আমি শুধু জেগে থাকি তোমাদের সাথে।
শক্তি
তুমি বলেছিলে, যেতে পারি কিন্তু কেন যাবো?
আজ অবেলায় মৃদু হাসে সন্তান
মুখ ধরে শেষ চুমো দিয়ে
সেই তো চলেই গেলে
কথা ছিল "তোমাদেরও সঙ্গে নিয়ে যাব'
'কেউ কথা রাখে না' - তুমিও।
আজ চারিপাশে সব এত পরিপাটি
গুছানো মানুষজন, খুঁত নেই কোনো
লেখা তিন স্তবকের গুণগানে আজ
সশব্দে বেজে ওঠে নিজ ঢাক
তখনই, সেই তখন মনে হয়
আজ বড় প্রয়োজন,
বোহেমিয়ান বাউন্ডুলে রাতজাগাদের।
দেবব্রত ঘোষ মলয় |
সম্পাদক, ইলশেগুঁড়ি পত্রিকা
বাকসারা, হাওড়া ৭১১১১০
No comments:
Post a Comment