এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সুদীপ ব্যানার্জী




গদ‍্যকবিতা
   


লজ্জা ফুটছে প্যারাডাইসে

গন্ধ উঠছে উৎসবমুখো... উল্লাস... আমি মুখ দেখাব না...নাইটক্লাবে বেলিড্যান্স... ঐ তো কিছু সুখ হাসছে রঙীণ অথচ তরল লাস্যে...হায় প্রিয়া...আমি তোমাকে ছুঁয়ে বলতে পারি আমি ওখানে থাকি না...নিউ ইয়ারস ইভ গুলিয়ে যাচ্ছে...আমি আদমের সাথে একমত হয়ে লজ্জা বুঝিনি...পাখির মতোই তুমি শরীরে পালক ঢেকেছ সভয়ে...আর অসচেতনে উলঙ্গতা পবিত্র ফুল শুঁকছে বাগিচায়...এও তো এক প্যারাডাইস... প্রকৃতি নেমেছে গাছ-গাছালির সাথে... বুনো আদিমতম...এখানে আধ্যাত্মিকতা হ্যাঁচকা টানে পর্দা বুনেছে খামখেয়ালি...মায়া আলো? না কি নিয়নস্নাত চাঁদ?স্বপ্নের রঙ যদি নীল ভাবি এ প্রহর পাথুরে কালো। তবু চকচকে জ্যোতি তির্যক কোণ এঁকে ছিটকে পড়ছে কমন্ডলুতে...

               শান্তি জল হয়ে পড়ুক অথবা মুখ থুবড়ে...রাস্তায় প্ল্যাকার্ড হেঁটে বরফ গলবে না --জেনেশুনে তবু ভুল রাস্তায় চক্কর কাটা শেষ হলে ওয়ে টু হেভ্ন খুলে যাচ্ছে চিচিং ফাঁক...ঞ্জান গাছ থেকে থোকা থোকা ফল চিবিয়ে জেগে উঠি কিংবা নেমে যাব মাটিতে... এ নক্সা মগজে ঢোকে না...সার্পেন্টাইল এই পথ...ব্রেইন ম্যাপিং এর সিস্টেম জানা থাকলে মনে কিছু বন্দর খুঁজতে যেতাম লাইটহাউজের সিগন্যাল চেটে চেটে...পাব্লিক পাব্লিক অরণ্যে গণ উল্লাস ধুয়ে মুছে দিচ্ছে একটা সদ্য মৃত বছরের পাপ চিহ্ন...সাফ সুতরো ফাইলে চালান এ সময় জমা হয়ে গেল যত্ন সিন্দুকে...উল্লাসে সব রিমার্ক দিয়েছে চ্যানেলে...ফুর্তি বছরপুর্তির মুখ দেখাবে না...লজ্জা ফুটেছে প্যারাডাইসে...




ধণিয়াখালি,হুগলী
যোগাযোগ -৮৯০০৫০০৭৫৫

No comments:

Post a Comment