এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

উমাপদ কর




কবিতা (সাধারণ বিভাগ)

                 

টুকরো কবিতা

১৩
জলে এক ছায়া পড়ে আছে যেভাবে থাকে
কার ছায়া, কোন জলে
আমার ছায়া হয়ত তোমার ওপর অথবা তোমার টলটলে
তোমার ছায়ার কাছে ঋণ জমে আছে বিন্দু বিন্দু
এই সকালে যেমন কাঞ্চনজংঘা ঋণী এক লেকের কাছে



১৪
নামছি আর নামছি, নীচে এক ক্ষুদ্র জলাশয়
কতটা নামলে পা আদৌ বিরাগভাজন হবে না
কতটা চোখ যেতে পারে জলের কাছে
জল শুয়ে আছে, আমার প্রতিটি পদক্ষেপ গুনছে
আর উল্লসিত হয়ে পড়ছে একটু ছোঁয়া পাওয়ার আশায়, দূরত্ব কমছে



১৫
উঠছি আর উঠছি, যতটা উঠলে ৩৬০ ডিগ্রি দেখা যায়
হাঁটু কি পারবে এতটা সইতে!
মন যে মানে না, মনকে কষ্ট দিলে বিধিসম্মত সতর্কীকরণ
নয় দিকে ছড়িয়ে আছে আকাশ, চুপ এবং আলোকিত
আর কয়েকটা মাত্র ধাপের কাছে এসে আমি তো বসে পড়তে পারি না



১৬
নামছি আর উঠছি, উঠছি আর নামছি, এই-ই লীলাক্ষেত্র
এই-ই বনমোরগের ঝুটি, একবার ছুঁয়ে দিতে চাই
এই-ই লাবণ্য, কলমের ডগায় ভর করে ছড়িয়ে পড়ছে
আমার যে কী করার সেটাই ভেবে দেখছে নাম না-জানা ক্ষুদে অজস্র ফুল
পুবের দিকে ঠিক সেই সময়েই কে যেন ঝলকে উঠছে চূড়া ছুঁয়ে ছুঁয়ে

উমাপদ কর

No comments:

Post a Comment