এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

লিরিকা বৈরাগ্য




কবিতা (সাধারণ বিভাগ)



'ফেয়ারি টেল'

তুই ভাবিস, এটা 'ফেয়ারি-টেল'।
বাস্তবে মাটি ছুঁয়ে দেখ ,
জীবাষ্ম ভর্তি বালি।

মরা শালিখের মুন্ডুটা ,
স্লিপিং পিল্স-এর মোড়কে আচ্ছন্ন।
চাঁদ-ভরা-দূরবীন, কালো চশমার কাঁচে ,
কিন্তু , পূর্ণিমা রাস্তায় অবহেলিত।

বৃষ্টি নামবে বলে ,
আত্মহত্যার ছুড়ি, চোখের মণিতে।
আর একটা 'লিভার' নিয়েই ,
কিছু 'শান্তি-ধোঁয়ার' কোরাস গান।

পাথর-ঘষা-দেশলাই ,
বারে বারে রোমকূপ ছোঁয় হেলায় ,
শিরা, উপশিরা, রক্ত জ্বালিয়ে ,
পাকস্থলীতেও সে আজ ,
মহোৎসবে লিপ্ত।
'ফেয়ারি-টেল'-এর দ্বিতীয় অধ্যায় শেষ ।
'ইন্টারভাল'.......


(০৬/০৪/১৭)


ইতি

বন্ধু, কোনো শীতল রোদে, আবার দেখা হবে ।
মেঘলাবেলায় আজ এখানেই ইতি টানি তবে।
নতুন যখন চাঁদ মাখাবে গায়,
আলো ধার নিতে আসিস না হয়।
বালিমাখা চাঁদ মরুভূমি নয়,
'ক্যাকটাস' নাম-ই হবে।
আসব তখন।
ক্লান্তবেলায়, দীর্ঘশ্বাসে ইতি টানি তবে।
আসবি যখন, ছেঁড়া পাতায়, ঝিনুক আনিস বালির খাতায়,
মুক্তো, সে তো মুক্ত হাওয়ায়,
ভাসার আশায় রবে।
থাক সে ঘুমে।
নিদ্রাবেলায়, স্বপ্নঘাসে ইতি টানি তবে।
নীরব বিদায়, কালের শেষে,
ওষ্ঠ্য আঁখি ছদ্মবেশে,
আঙুলাশ্বাস মুচকি হেসে,
বন্ধু দেখা হবে।
দিলাম কথা।
তবে আজ এখানে, মুখোশহেলার ইতি টানি তবে.....

(06/09/2017)



ত্রিকোন বেলা

স্মিৃতির আঙিনা রাঙাব সেদিন,
বসন্ত যবে বিদায় নেবে,
তোর রঙেতেই ফুটবে বকুল,
মন কিনারা রাঙা হবে ......
চোখ ভর্তি আকাশ নিয়ে,
ডাকব সেদিন হাত বাড়িয়ে,
আসবি তো তুই? যাবি না তো ?
অন্ধকারে ফের হারিয়ে ?
রাখবি কথা? করবি মনে ?
পাল্টে যাবি সময় তরে ???
একটা চিঠি দিস না লিখে ,
আমার মনের ডাকঘরে .....
বর্ষ পরে মিলব যবে,
চিনে নিবি তো আগের মতন ???
নাকি, নতুন রঙেই মাতাবে তোকে ?
করব স্মৃতির একলা যতন ........



শুধু একটি বার

শুধু একটি বার,
উড়বে বালি, ভাঙবে আকাশ চোখে,
ফুটবে কথা, ছুটবে নির্বাকে।
ধুলোর ঢেউয়ে, ভাসবে মেঘের কণা,
জীর্ণ স্মৃতি, মানবে নাকো মানা।

শুধু একটি বার,
হৃদ-গঙ্গা-জোয়ার, ডোবাক তরি,
কপাল ঘোরাক সেই পুরোনো ছড়ি
কোমর বিছে, কোমল হাতের দাগ,
চাওনি ভেজা, লজ্জা অনুরাগ।

শুধু একটি বার,
দমকা হাওয়া, মেঘ কাঁপানো বাঁশি,
রোমশ বুকে, দুলবে কেশের রাশি।
সিলিং ফ্যান, আর দেওয়াল ঘড়ির বেগ,
গলুক পড়ে, উষ্ণ কোমল মেঘ।

একটি বার,
শুধু একটি বার,
হেডফোন, আর সিক্ত চোখের ধার,
ডাইরি ভেজা, চাইব তারার ঘরে,
একটি বার,
শুধু, একটি বারের তরে.......
(০৬/১১/১৬)


লিরিকা বৈরাগ্য

Address-Katwa Lenin Sarani,
dist-purba Bardhaman
College- katwa govt. Ptti


No comments:

Post a Comment