কবিতা (সাধারণ বিভাগ)
শত্তুরের মুখে ছাই
শত্তুরের মুখে ছাই দিতে জানে মেয়েটি
সেই বালিকাবেলা থেকে
জানে চোখ থেকে কখন পুরুষালি তির
ছিটকে বেরয়
অনেক দেখেছে সে দাড়ির জঙ্গল
ঝোলায় কৌপীনে দামী সিগারেটে
সুশোভন গাল, গালের নিচে নিরীহ উত্তাপে
তারও নিচে তোলপাড় আগুন
মানুষী অন্তরালে অরণ্যের ছায়া
আসলে সমস্ত আদর সমস্ত অনাদর
কানামাছি খেলা
চোখের গোপনলিপি ঠারেঠারে পড়ে ফ্যালা
এইসব রজ:ক্রমসূচির পৃষ্ঠা তার
পড়া হয়ে গ্যাছে
কত ধানে কত চাল
কত চাল খই হয়
কত খই মুঠো মুঠো ছড়াবে রাস্তায়
সব তার নখদর্পণে
এ মেয়ে নিশ্চিত জানে
তিরন্দাজিতে কারা সোনা জিতে আনে
*****
No comments:
Post a Comment