এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মৌসুমী ভৌমিক




কবিতা (সাধারণ বিভাগ)



ঝরা পাতা

ঝরা পাতারও
  এমন আন্দোলন আছে  !
হাওয়ার তালে তাল মিলিয়ে
  যখন ঝরে পড়ছিল
অবাক হয়ে দেখছিলাম।

হলুদ পাতার ঝরে পড়াতেও
                               এত ছন্দ !
হয়ত হারিয়ে গেছে সবুজতা
       হারিয়েছে গন্ধ।
তবু বসন্ত বাতাসের সাথে
তালে তাল মিলিয়ে উড়েছে
                                 ঝরেছে।
প্রকৃতির কোলে ঝরে পড়ে
       প্রকৃতিকে ভরে তুলেছে হলুদে হলুদ করে।
সেও এক অপরূপ দৃশ্য।

নবীনকে স্বাগত জানাতে নীরবে
      ঝরে যায় প্রবীণ -
করে না কোলাহল, দ্বন্দ্ব
   করে না হিংসা অভিমান।

চিরশাশ্বত এই নূতন পুরাতন খেলায়
       ঝরা পাতাও নিঃসঙ্কোচে ধাবমান।




জীবন

জীবন  দেখি হেঁটেই চলে ভাটা কিংবা জোয়ারে
ধূলোর মাঝেই প্রাসাদ গড়ে, রাতে ও ভরদুপুরে ।
চলার পথে ঘর বাঁধে নিষিদ্ধ মৌতাতে
জ্যোৎস্নারোদে পোড়ায় গা উন্মুখ অপঘাতে।
বাঁধন ছাড়া নৃত্যে মাতে সৃষ্টি সুখের উল্লাসে
অহং আমি'র গর্বে মাতে নিঃশ্বাসে প্রশ্বাসে।
পাতায় পাতায় কাটাকুটি আঁচড় তুমুল
স্মৃতি হয়ে রয়ে যায় উৎপাটিত মূল।
ভুলে থাকার বাহানায় মগ্ন সকাল
নক্সীকাঁথায় লুকায় মুখ শূন্য বিকাল।
জ্ঞানের টিলা উজাড় করে জীবন ব্রহ্মচারী
থমকে গিয়ে চমকে ফেরে, যাপন তো জারি।


মৌসুমী ভৌমিক
বাসস্থান - হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
কর্মসূত্রে গ্যাংটকে থাকা।
অবসর সময়ে কবিতা লেখার প্রচেষ্টায় নিয়োজিত

No comments:

Post a Comment