এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অর্ঘদীপ পানিগ্রাহী




কবিতা (সাধারণ বিভাগ)




ক্ষ্যাপা কাব্যির প্রেম নিবেদন

আমি-আমার সন্দেহ আর কাব্যি...ঠিকানা'ই চাস তো ?
মিত্রি পাড়ের বাগান গাছ, ভুবন মামুর দোকান, যাস নি?
আচ্ছা, স্মার্টওয়াচ-জিপিএসওয়ালা মুঠোফোন নেই ?
নেই ! এ যুগে এসব ও ?  ১৭ পেরিয়ে যে সাবলম্বী হবি !
শোন কান খুলে , বাড়ির বাইরে শান-বাঁধানো  বুড়ো তালগাছ,
চৌরাস্তার চক্রব্যূহে লাটিমের পাক পেরিয়ে, ডানদিকের কানা গলি
মোটে ও যাবিনে ওদিকে , খপ করে খপ্পরে পড়বি নাকি শেষে ?
ঘড়ির কাঁটায় ৫'টা ,কানে তুলবি ইষ্ট চাচার মন্দিরের মন্ত্র,
থমকে যাবি নে , কেউ জিগাইলে কইবি কাব্যি চর্চা করতে ,
আর গ্রাম কইবি নন্দগুড়ি সুজনের একমাত্র ভাইঝি বটে
ভুলে ও আনবি না মুখে আমি ডাকছি, হাত পাঁচ কচি কচি মিষ্টি দূর্বা-
একটু করে আদর করিস ,প্রতিদিন কতক গল্প আড্ডা তোকে নিয়েই পূর্বা I


হাল ছাড়বি নে , চলতে থাক ..অদূরে কত আলসি মেঠো কন্যে
ওদের'ই প্রশ্ন করিস ' কাব্যিসুর কোথায় জানো ?' তাদের'ই এক-
নাম তার উর্বশী তোর ঠোঁটের লিপস্টিক আর চোখের কাজলে খুঁজবে,
আল ছাড়ানো ধার্মিক কান্নায়- " এতদিন কোথায় ছিলে ? তোমার আসার গোনা দিন আজ নির্বোধ, মূল্যহীন
আট বছরের কাব্যি, তোমার হৃদয় আজ অনাথ ভিক্ষে তার নিত্যদিন "



হৃদয় বন্টন

নিষ্প্রাণ ক্ষয়ীভূত ঘাটের সঙ্গোপনে -
হাজার আলোর মিহি ঝাড়বাতি ;
সময়ের শেষান্তে জানিয়ে যায় -
" পথ ফের পথিক , কেন বাঁচো তাসের অট্টালিকায় ? "

নগ্ন সভ্যতার প্রাসাদ বুক আগলে তখন -
ঘুন ধরা মানসিক চৌকাঠ ,
কড়ি বর্‌গায় জলছবিতে বাঁচে আমাদের অতীত ; আর তুমি কারুর ঘরে মাথা ব্যথায় হয়ত...!

গুমট ধরা আবছায়ায় মেঘলা মন ;
হাজার বিরহের নিহত কালো ছাঁয়া
ফিরছি আবার আমার পথ ,
শ্মশানের হৃদয় কবর সম নীরবতায়..

তুমি ও গোলার্ধের বিপরীতে ,
হয়ত সমবায় দফতরের পাহাড় ভীড়ে ;
কলমের খোঁচায় সরিয়ে নেবে আমার -
কলঙ্কময় অতীত..! আজানের বারবেলায়..



****

No comments:

Post a Comment