এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পিয়ালী সাহা




কবিতা (সাধারণ বিভাগ)




বড্ড মন কেমনের দুপুর
বোধহয় বসন্ত এসেছে আশেপাশে
যেমনটি আসতো সেই সময়
লাল পলাশ আর কোকিলের কুহুর সঙ্গে

পলাশ ও বুঝি এখন রং হারিয়েছে
সুর হারিয়েছে কোকিল ও

বসন্ত...তুমিও কি তাহলে আমার মত?

রং তুলি ফেলে এসেছি কোনো এক ক্যানভাসের  পাশে
আঁকা শেষে যদি ফিরিয়ে যায় সে রং
আগুন লাল আর ঝড়া পাতার ধূসর দিয়ে আঁকবো আধখানা বসন্ত...বাকিটুকু থাক অসমাপ্ত।





গুঁড়ো গুঁড়ো কথারা ঝাপসা আলোয় নিয়নের মত ঝলমলে

উড়তে থাকা জোনাকীর মত ভীষণ দ্রুত সে সময়

মোমবাতি  আজও জ্বলে শুধু শোকের মিছিলে

বাঁচার জন্য একটা পুরনো চাঁদ ,একটা ছাদ আর দুটো ছায়া  পড়ে থাকে অচেনা অন্ধকারে।
    
পিয়ালী সাহা
নাগপুর-মহারাষ্ট্র

No comments:

Post a Comment