এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সন্দীপ ভট্টাচার্য




কবিতা (সাধারণ বিভাগ)




অন্তহীন

গতানুগতিক নিয়মানুবর্তিতায়
কংক্রিটের অবৈধ শহরে
দিগন্ত জুড়ে অন্ধকার
অস্থি মর্জায় হাইড্রোজেন অস্থিরতা
শো-কেসে হাসে লাফিং বুদ্ধ
নিকোটিন বাষ্পে নিস্তেজ রডোডেনড্রন
গহীন উপত্যকা খোঁজে
ডিপ্রেশন পথ্য
বিষন্নতার গন্ধ ছড়ায় পিচগলা রাস্তায়।
সময় পাশ ফিরে শুলে
নিয়ন আলো হ্যারিকেন আর
বনসাই , শাল পিয়াল
নিস্তব্ধ দুপুরে চোখ ভরে আসে
কার্বন কণা না সর্ষে ফুলের পোকা?
শহুরে বাতাস আর  অন্তর আকাশ
ফলগুর চোরা স্রোত বয়ে যায়
অনির্বান অন্তহীন ভালোলাগা।




কলঙ্কের বোঝা

ভোরের আজানে জেগে ওঠা শহর
সর্বশক্তিমান সেই রক্ষক তোমার আমার
যদি কিছু সত্য হয় তা তার ইবাদত
তবুও অর্বাচীন খোঁজে কোন সে জান্নাত
বারুদের ইতিহাস মাখা।
গলে গলে পড়ে নরম চামড়া
শুনছি তেলের দাম নাকি রক্তের থেকে বেশি
সেই একঘেঁয়ে এক রঙ এক গন্ধ
সৃষ্টির দিন থেকে শিরায় উপশিরায়
তেলের গন্ধ পাল্টেছে ষাঁড়ের বাজার।
অসহায় শান্তি চাপা পড়ে
অন্ধত্ব আর আগ্রাসনের থাবার নীচে
নতুন  ধ্বংসের গল্প দিয়ে শেষ হয় রাত
সভ্যতার ইতিহাসে বাড়ে কলঙ্কের বোঝা।



সন্দীপ ভট্টাচার্য

No comments:

Post a Comment