এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সম্পিতা সাহা




কবিতা (সাধারণ বিভাগ)



|| ভয়সমূহ ||

১.
এমন করেই রক্ত বন্ধ হয়ে আসে।
অাঙুলের মাথা গরম হয়ে যায় মুখের ভেতর,
সরিয়ে ফেলি...
রক্ত কখনও পোষ মানেনা
ভিজে ওঠে আরোগ্য,
চোখেমুখে হাওয়া লাগে। সম্ভ্রমজনিত।

২.
এসমস্ত চোখ ছেড়ে যাওয়ার কথায় কেঁপে উঠত।
তবু বিস্মৃতি এসে দাঁড়িয়েছিল।
যে সম্পর্কে দুঃখ বোঝাতে ভাষা লাগে
তা কবেই খেয়ে ফেলেছে আমাদের...

৩.
নতুন নির্জন মানিয়ে নিতে বিষাদ জ্বালিয়ে রাখি।
আধখোলা জানালা, উড়ে যায় মনস্তাপ...
নদীর নিজের শুকিয়ে যাওয়ার ক্ষমতা থাকলে
আশেপাশে মৃত্যুরাও জেগে থাকে।
আকাশে নতুন বৈশাখ,
অথচ হিসেবমতো নদীর এখনও বিশ্রাম কাটেনি...




||ছুঁড়ে দাও পৃথিবী ||

সাদৃশ্যে রেখে যাও আলো...
অল্প কালো জড়ুল
রাতের মত ফুটে আছে কপালে।

কত মুখ। পড়ে থাকে...
সরু সরু। হাত পা।
এখানে শহর,
       আনমনা হয়ে বসে আছে।
তেলচিটে। ক্যালাস। ব্যস্ততার ফুরসত নেই
দাঁড়াবার।

এ রাস্তায় পরীদের যাতায়াত নেই।

বন্ধ ঘড়িও দু'বার, ঠিক সময় দ্যায় সারাদিন।
শুধু এখানে থমকে আছে মন্ত্রপূত ঘড়ি।

শহর সেজে ওঠে। উৎসবে। ফানুসে। রঙে।

দেবীর স্তন ছিঁড়ে খিদের পেট
কঁকিয়ে ওঠে। আরও কিছুটা...

সম্পিতা সাহা


No comments:

Post a Comment