এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রাহুল গাঙ্গুলী



পরীক্ষানিরীক্ষা মূলক গদ‍্য




বিষয় : গাছের নীচে একটি একাকী কাটানো মুহূর্ত

একটু আড়াল : ওপারে ৩য় বিসর্জন
------------------------------------------------------------


আপাততো সত্যিই ছায়ার গভীরে রয়েছি
আপাতত সত্যিসত্যিই ছায়ার গভীর : ঘনো মেঘ : মেঘলা ঘোড়া >>> ঘুড়ি বলছে শিকড়ের সাথে সন্ধি করে নিক সময়।সময় : ঘড়ি।কাটা।সেকেন্ড।অনুসময়।পরমাণু অপেক্ষা।প্লাজমা-প্লাজমা বুকের শ্বাস : সবই নতুন ও অকৃত্রিম।




কি বলে ডাকি বলো তোমায়?
কিভাবে ডাকি বলো তোমায়?তোমার চুল : নখ্ : মৈথুন : গন্ধ : স্বাদ : ঠোঁট : রস >>> তুলাযন্ত্রের উদ্বায়ী সংকেত।হয়তো বলবো
বৃক্ষ = আলগা জলের টানে চেরা রেললাইন
গাছ = নিকষ অমাবস্যায় পূর্ণিমার কৃষ্ণ-গ্রহন
তোমার ডাল ~ পালা ~ প্রতিবিম্ব ~ প্রতিফলন ~ আঁচল ~ বিকেল ~ রাত ~ চুমু : সিংহদরজা কেটে গিয়ে বেগুনী সমাকলনের নিটোল জ্যামিতি




কিভাবে ফুসফুসে ঢালছো মায়াবী আলো?
ঈশপ্ ফুসফুসে কতোটা ঢালছো মায়াবী আলো
গোপন আশ্রয় চিরকালই মোমবাতিহীন হয়ে কাটিয়ে দেয়।সেখান থেকে >>> ঝলসানো রেগিস্তান।তার উরু % বিশ্বাস % পাথর % স্তন % গুহা % ধূমকেতু % আঁচল % যোজনা % প্রসব % ভ্রূণ : হারানো টিউবওয়েলে মাস্তুল ঘুমোচ্ছে।এসো শব্দ করি ফিসফাস




আর কতোটা অপেক্ষার গভীরে রাখছো শিকড়
আরো অপেক্ষা? গভীরতর শিকড়ের প্রস্তুতি?
রাংতায় মোড়া সূর্যকণার আবেগ : ক্ষনিকের খনিজতা = খননীয় ধ্রুবকের অস্থায়ী মান।স্বাভাবিকতা তুলে ফেললে : বিপরীত রকেট >>> উগরোচ্ছে : ক্লোরোফিল + নুন + নিঃশ্বাস + বৃক্ক + মিউকাস্ + তাপ + বরফ + পার্থক্য + চৌকাঠ + চন্দন + পাখি + ছাদ + দড়কাঁচা + অ্যান্টেনা
রসদ মিটিয়ে নেয় : অতিবেগুনী মাটি।ভিতরের পর্দা সরালে : ভাগাড়ের ঈশ্বর >>> যৌথ রূপকথা শোনায় জীবিতের।সমুদ্র ফেরত পাঠাচ্ছে অমর ঝিনুক : ক্রমশঃ সেগুলো রূপ নিচ্ছে অসীম থেকে অসীমতরো




লীনতাপ : কিভাবে দিচ্ছ বিশুদ্ধ সম্পর্কের সমাধান
বিশুদ্ধ সম্পর্কের লীনতাপ : কতোটা জড়িয়েছ
ফোঁটাফোঁটা জলবিন্দু গুলো লেজার বার্তা পাঠায় : আসমানি ধূলোঝড়।বুঝে নিচ্ছি : চাইছো বিছানার আদুরে স্পর্শ।সেইসেই পাপড়ি জড়িয়ে অসম্পৃক্ত কার্বন অনুপাত : পারদ ]  কেলাস ]  সাইরেন ]  নোঙর ]  অতিভুজ ]  জরায়ু ]  জাইলেম ]  চোখ ] → জারণবিন্যাসে ঘটা ফিনিক্স অস্তিত্ব সাড়া দিয়ে ওঠে।উপগ্রহের ছবি ঘরে ও ঘরের সন্তর্পণে।জড়ুল ওঠে < মাঝনদীতে নাভি >

শব্দরূপ : রাহুল

(উৎস্বর্গ : কাব্যযোগ / সৌমিত্র রায় & আই সোসাইটি)


রাহুল গাঙ্গুলী

No comments:

Post a Comment