এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবযানী বসু



কবিতা (সাধারণ বিভাগ)



বুড়ো শহর

ফিনিক্সের গোল চশমায় লেখা মূর্তিপুরাণ। এবার ফিনিক্স জন্মালে আমি বিরতি আহারে রাঙাবাস। কবিদের মূর্চ্ছাপুরাণ পেরিয়ে অস্বীকার স্থানীয় হয়ে উঠছে। ফাইবার গ্লাসের টকটকে লাল হৃদয়। পাখিসিরিজের উর্মিলা পালক। তাই হাতের তালুতে জঙ্গল। বেইজ মশাই কি পরতেন চশমা?


ঘ‍্যাঁচাসুর

যুদ্ধপচা বিরিয়ানির শিশু আর শিশু। যান্ত্রিক পাখিদের খেতে দিই এয়ারগানের ভুট্টা। শিশাবিন্দু। মৃত‍্যুর পর চোখ ফুটে আধচেরা ডিম। পেটেন্ট নাওনি এখনো সোনামনি। সমুদ্রের বারোমাসি গর্ভে আবারো মিশে যাবে। এ সময়ে অলৌকিকতা বমি করে খেতে হয় নি গুহামানবদের।



ধুলোখরচ

প্রবল ঘাসমাতা ঘাসমাতা লক্ষন দেখা দেয় চামড়ায়। ধধধররররমমমম থরথরানি। নিজেকে বাঁচাতে ঢুকি মাংসাশী পাতাকলমে। বাতাসস্তম্ভ শ্বাসনালী কেটেছে আমার। মৃত্যু চেয়ে চেয়ে পথ মরে কাঠ। নঞর্থক ধুলো ওড়ে। আমাদের তবলার তার ইউরো ইয়েন। জমতে দাও।



দেবযানী বসু

No comments:

Post a Comment