এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তুলসীদাস ভট্টাচার্য




কবিতা (সাধারণ বিভাগ)




কবর

মৃত্যুর কাছাকাছি এসে কিই বা চাইতে পারি!
খোলা আকাশের নীচে মৃত শব্দগুলি
অশরীরী আত্মার মতই বন্ধনহীন ।

ধুলোয় মিশে যাওয়া অনু-পরমাণুতে
খেতাবের কোন আকাংখা থাকে না ।

অন্তিম বাঁকে জীবন যেখানে থমকে দাঁড়ায়
শব্দেরা শুধু জেগে থাকে কবরের ভেতর ।




বিলাপের নীচে

বিলাপের নীচে কতটা ক্ষরণ থাকলে
মাপা যায় সমুদ্রের গভীরতা ।

বিলুপ্তপ্রায় প্রানীর চোখের অসহায়তা নিয়ে দেখেছি
খরস্রোতা নদীর স্রোতে তলিয়ে যাওয়া উপাখ্যান।

বালুঘড়ির নীচে মৃত ভ্রুণের ছত্রাক শরীরে
প্রসব বেদনার রঙীন বিজ্ঞপ্তি।

এক্কা-দোক্কা করে সব ঘর কেনা হলে
খোলামকুচির সীমানা মুছে
নতুন করে দাগ কাটা ।



তুলসীদাস ভট্টাচার্য
গ্রাম-শালডাঙ্গা
পোস্ট- জগন্নাথপুর
জেলা- বাঁকুড়া
সূচক-722203
কথা-8768383667

No comments:

Post a Comment