এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নাসির ওয়াদেন




কবিতা (সাধারণ বিভাগ)




সংযমী

সংযম যুদ্ধ যুদ্ধ খেলা
তৃষ্ণার জলে সাঁতার কাটে
প্রতীকী কষ্টের পাহাড় ---

আত্ম তৃপ্তিবোধ চেতনার
লিপ্সা জেগে ওঠে
অসংযমের কাঙালিপনায় ।




আগুন পাখি

সূর্য চাঁদকে কাছে ডাকে
একান্তে পেলেই
একরাশ চুমু ছড়িয়ে দিচ্ছে----

পাখি ভোরের বাতাস হও

আগুন জ্বলুক সূর্যের পেটে ।





গতানুগতিক

গতানুগতিক পথ হাঁটছে
আকাঙ্খার শিলা ভাসছে
অসহিষ্ণুতার হাওয়াই

আবেগ হাঁটে নির্জনে---

হাতগুলো উপহাস করে
বলে : মুক্তি দাও
নতুবা
অস্ত্র ধরাও•••••




ক্যামেরার লেন্স

মিথ্যে বলতে পারবে ?
তোমার সামনে দাঁড়িয়ে
প্রতিবিম্বের প্রতিচ্ছবি
প্রতিধ্বনি
ধ্বনিত হচ্ছে গেরিলা শিবিরে----





শব্দ-তীর

ফলাগুলোকে  শান দিচ্ছো  ???
এবার ভয়ংকর যুদ্ধ হবে •••••

পাপড়ি ঝরে ঝরে পড়লে
উড়ে আসবে জিঘাংসা
চাঁদ চরকা কাটে না
নক্ষত্রের পাঁজর ভাঙছে ----

একদিন সূর্যের লাল
আলো শব্দ-তীর হয়ে
বুকে বুকে বিদ্যুৎ ফোটাবে ।


নাসির ওয়াদেন 


No comments:

Post a Comment