কবিতা (সাধারণ বিভাগ)
জলের দেওয়াল
সব ছবির নীচে কবির নাম লেখা
একটাও কবিতা নেই পড়ার
হৃদয় খুঁড়তে খুঁড়তে দেখি বিছানা ও পাপ
কিছু সময় পর লিপিবদ্ধ হয় চোখ
আকরিকের ধোঁয়া রক্তিম করে ফ্ল্যাট বাড়ি
শরীর ধোঁয়া নিতে পারে না
জ্বলতে থাকে জলের ভেতর
জলের দেওয়াল জলের বাড়ি
ক্ষতফুল সব ইন্দ্রিয়েরা
নিজেদের অসুখ
গায়ে গায়ে লেগে আছে চাঁদ ও তারা
অস্ফুট স্বরগুলি আলো হয়ে ফুটে ওঠে
তোমার বন্যা এড়িয়ে আমার নদীর
গাছের আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ...
যে সব যাত্রী কাঁটাতার মানে না
অন্ধকারে জড়িয়ে আসে না তাদের চোখ
আসক্তি ভাবো বা অন্তরের টান
তারা আসলে এড়িয়ে যেতে চায় নিজেদের অসুখ
পার্বতী রায় |
কবিতায় একমাত্র ভালোবাসা ভালোলাগা,
বেঁচে থাকার উৎসমুখ
No comments:
Post a Comment