কবিতা (সাধারণ বিভাগ)
যে পথে কোনো ফুটপাথ নেই
ভিনি ভিডি ভিসি ছন্দবাঁধা শব্দগুলো প্রথম শুনেছিলাম
ললিতদার ইংরিজী ক্লাশে
লাতিন শব্দ তারপর জুলিয়াস সিজার সনেট হ্যান ত্যান আরো কত কিছু
শব্দ গুলো ব্রহ্ম তালুতে ধাক্কা খেয়ে সটান ফিরে এসেছিল বিকেলের আশ্রম মাঠে
নীল স্কার্ট সাদা ব্লাউজের আড়ালে যোদ্ধার বর্ম ছিল
প্রতিটা থ্রো এ স্কোর বোর্ড কেঁপে উঠেছিল সেদিন
সারাটা রাত কেটে যায় কথা সাজাতে সাজাতে
ভোরবেলা উঠে স্কুল
তারপর বাড়ি ফিরে স্নান, খাওয়া সব নিয়মমাফিক
বুকের ভিতর টনটনে শালবীথি আর সাইকেলের পাশাপাশি গত তিরিশ বছর ধরে হেঁটে চলেছে এই
একটা প্রশ্ন নীল স্কার্ট সাদা ব্লাউজের আড়ালে যোদ্ধার বর্ম ছিল
প্রতিটা থ্রো এ স্কোর বোর্ড কেঁপে উঠেছিল সেদিন
সারাটা রাত কেটে যায় কথা সাজাতে সাজাতে
ভোরবেলা উঠে স্কুল
তারপর বাড়ি ফিরে স্নান, খাওয়া সব নিয়মমাফিক
বুকের ভিতর টনটনে শালবীথি আর সাইকেলের পাশাপাশি গত তিরিশ বছর ধরে হেঁটে চলেছে এই
রাত আসে
কথার পিঠে কথা সাজিয়ে তৈরী হয় অট্টালিকা
সব এলোমেলো উত্তর যেখানে ছড়িয়ে আছে কংক্রিট হয়ে
দরজা জানলা গুলো খুলে দিই
আশ্রম মাঠের রেলিং ঘেঁষে দুটো সাইকেলে ঝরে পড়ে ঝুমঝুমি শিরিষ
আমার পূবের বারান্দায় কার্সিয়াং থেকে আনা সদ্য ফোটা অর্কিডে একটু একটু করে বাসন্তী রোদের ঘুম ভাঙে।
চৈতালি দাস |
Darun👋
ReplyDeleteঅপূর্ব
ReplyDeleteSubho kamona...
ReplyDelete