এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অভিলাষ



কবিতা (সাধারণ বিভাগ)




চন্দ্রগ্রহণ

একটি সুন্দর আত্মহত্যা লিখে যাবো, কবিমনের,
আজন্ম অচেনা ভবিষ্যতের সুদীর্ঘ পথ ধরে
ফিরে আসা নাবিকের জবানবন্দি।
একটি তারকা খচিত ছবি ----
গ্রহণ পূর্ণিমার।
একটি আজীবন ঝুলে থাকা শবের, বিজয় উৎসব।

আমি লিখে যাবো মোহময় রূপকথা
আকণ্ঠ বিষ পানের ------
তারপর নীল খামের ভেতর থেকে
ভেসে আসা কিছু আবেগের আত্মকথা।
কিছু শেষ স্পন্দন এঁকে যাবো ------
আত্নকাহিনীর নীল পাতায়।
কবিমনের নিবে যাওয়া শেষ প্রদীপের রোশনী তে।

আমি রেখে যাবো কিছু স্বাক্ষর -------
মধুর আত্মহত্যার,শতাব্দীর মোড়কে ,
রেখে যাবো --------
উত্তরসূরী র এগিয়ে আসা পথের ঠিক মাঝখানে
শ্রাবনের থৈ থৈ জলে ভাসমান
একটি নিথর দেহের ইতিকথা --------
যেখানে পূর্ণিমা ছিল ,
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ।।



দেওয়া নেওয়া

প্রেম ফুরিয়ে গেলে পাশের বাড়ির জানালাতে গিয়ে
দু চামচ চেয়ে নিও।
বোলো - বাজার থেকে ফিরলে শোধ দিয়ে দেবো।

দেখে নিও, পাশের বাড়ির প্রেমের রং কেমন,
গন্ধ কেমন,স্বাদ কেমন।
বাজারে গিয়ে তো আবার দরদস্তুর করতে হবে,
ঠিক সেই ধরণের কিছুটা প্রেম কিনে নিয়ে আসতে হবে।

রান্নার পদে কতখানি প্রেম লাগবে,দেখে নিও,
অহেতুক ঢেলে দিওনা।
পাশের বাড়িতে নাহয় এক চামচ বেশিই ফিরিয়ে দিও।
টেনে আনবে একদিন না একদিন তোমার বাড়ির জানালাতে।

প্রেম নিলে ফিরিয়ে দিও,
ফেরত ? আশা করোনা।
বাজারে অনেক রকমারি, সবটাই যে গায়ে লাগবে,ভেবো না।
ভালো কথা-সংসার করে কয়েক চামচ প্রেম আঁচলে লুকিয়ে রেখো,
ঝড় উঠলে পাশের বাড়ি জানালা বন্ধ করে দেবে।


আলোক অভিলাষ মিশ্র

ঠিকানা - বারিপদা, ময়ূরভঞ্জ, ওড়িশা
পেশা - চিত্রশিল্পী


No comments:

Post a Comment