কবিতা (সাধারণ বিভাগ)
সংস্থিতা....
একুশ শতকের ক্ষমতায়নে
কোন নারীর ভাষ্য নয়
রচনা করব কাঠ কয়লার আগুন
যেখান থেকে জল ফোটে, গরম চায়ে বাবু
পোড়া ভুট্টার দানায় নুন লেবু
চোখের জল ঢাকতে মাস্কা লাগায় আনারকলি
জংশন ছাড়তেই জানালার ধারের আকাশ
সব'ই যে আজ কালের কথা
পরশুকে কি কারো মনে নেই
তবে কবি, তুমিই আগুনের ছাঁচে আদল দিও
পরশু কথার
সর্বজয়া অপুর জন্য রুটি বানায়।।
আবারো.........
অক্ষর ও কলমের সঙ্গমে কবিতার প্রাপ্তি
এবার জন্ম তোমারো
কোন ধারালো ছুরিকাঘাতে
বার বার ক্ষতবিক্ষত হৃদয়
দ্রোপদী থেকে রুপকানোয়ার
ভালোবাসা সাজায় পুষ্পপত্রে
কোন মেঘে ঢাকা তারার নীচে দাঁড়িয়ে
একলা পথিক আমার নাম লিখো
তোমার বুক পাঁজর।
যদিও বসন্ত এখনো থেমে যায়নি।।
সুদীপ্তা পাল |
No comments:
Post a Comment