এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শৈবাল পাল




কবিতা (সাধারণ বিভাগ)




আত্মরক্ষা

এক চিলতে সুখ কিনতে চাই নি কক্ষনো ,
জানতাম সুখ কি কেনা যায় ?
মুখেই প্রকাশ পায় ,তাই স্বস্তিতে ছিলাম মনে মনে ।
এক একসময় পিচ্ছিল পথে চলতে চলতে
বিকৃত মুখে শাস্তি চেয়েছি কখনও গোপনে ।
তবুও পথ হারাই , ঠিক পথের হদিশটা খুঁজেই যাই ,
মূল বিষয়টা থেকেই যায় চিন্তা ভাবনায় ।
যদিও মাঝে মাঝে চিঠি পাঠাই ,
তদারকি না থাকায় ,
সেটাও চলেই যায় সর্বদাই ভুল ঠিকানায় !!!



বসন্ত যখন

শরীর যখন মেতে ওঠে শরীরের ঢেউ ভাঙ্গাতেই ,
কোমলতা মধুর লাগে ঠিক যেন কোমল ছোঁয়াতেই ।
বাগানে কৃষ্ণচূড়া ফুলগুলি খসে খসে পায় তোমার ছোঁয়া ,
এমন ভাবে যেন লুকিয়ে চুরিয়ে ,
তোমার শরীরের ভাঁজ খুঁজে নেওয়া ।
বাগানের ফুলের রং দেখে বুঝতে পারি ,
অন্য ঋতুর সাথে কোথায় বসন্তের প্রভেদ ?
হয়তো এই বাগানে বসন্ত চির বিরাজমান ,
হয়তো বা অন্য ঋতুর প্রবেশই নিষেধ !



প্রেম (১)

ছোট্ট টুনটুনি পাখি যেমন বাসা আগলে
আগলে রেখে দিতে চায় ,
তেমন করে আগলে রাখতে রাখতে
পেড়ে ফেলি এক ঝটকায় ।
দেখি , তুমি থাকো সমর্পণের ভঙ্গিতে
দাঁড়িয়ে , ঘৃণার ভঙ্গির বদলে ,
গ্রহণ করতে গিয়ে থমকে যেতে পারি কই ?
নজরটাই চলে যায় শরীর দখলে ।
তোমার সমর্পণ আর আমার গ্রহণের মাঝে দাঁড়ায়
সমস্ত তার কৃষ্টি নিয়ে সময় ,
জ্বলতে থাকে হাজার বছর ধরে চলে আসা নিয়ম ,
চলতে থাকে আমার ভিতরে অনাসৃষ্টির প্রলয় ।


শৈবাল পাল

No comments:

Post a Comment