এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পায়েল খাঁড়া





কবিতা (সাধারন বিভাগ)



মেয়েকথা

ইতিহাসের সূচনাপর্ব
নারী, জন্মের রহস‍্য তার অস্তিত্বাধীন।
সৃজন সুবাদে পেল সে দলের নেতৃত্বভার।
শ্রদ্ধা শক্তি সম্মানের প্রতীকস্বরূপ।
ক্রমে পাল্টালো অধ‍্যায়,
সামর্থ‍্যের নীরিখে পদাধিকারের অবক্ষয়।
নারী তখন ভোগ‍্যপন‍্য, কোথাও বা গলগ্রহ....
নিয়ম নীতি রেওয়াজের কাফনবন্দী...রদ্দি,
আঁতুড় থেকে রান্নাঘর-তার বরাদ্দ চৌহদ্দি।
আবারো বদলালো সময়।
ছাইচাপা আগুন হল দাবানল,
কর্মে ধর্মে পরিচয়ে সে আজ আগুনবর্ণা....বিদ্রোহী।
আয়নায় তার বলিষ্ঠ প্রতিচ্ছবি,
সংকল্পে দৃঢ় প্রত‍্যয়
চেয়ে না পেলে, সে জানে এখন কেড়ে নিতে হয়।
কালপঞ্জীর লিপিপাত জুড়ে দেখছি এ কোন অবক্ষয়?
নারী....সে আজ অতি আধুনিকার তকমায়
মুক্তিযোদ্ধার বর্ম ছেড়ে অন‍্যয‍্য স্বেচ্ছাচারিতায়।
উদ্বিগ্ন আজ জীবনের ধারারেখ স্রোত,
অস্তিত্বের জেহাদ বিকৃত আজ ভ্রমের বিষক্রিয়ায়।
যুগের প্রগতি তারই স্বাধীন পদক্ষেপে,
বিপর্যয়ের অনুঘটক নয়,
নারী.... থেক তুমি আজীবন সৃজার ভূমিকায়।


এ বসন্ত তোমার জন‍্য নয়

এ বসন্ত তোমার জন‍্য নয়।
ঘাসের বুকে মাড়িয়ে যাওয়া সবুজ,
পাখির অনাবিল সুর
ছাপিয়ে যাচ্ছে জেহাদের চোরা স্রোত,
ভোরবেলাগুলো কেমন যেন শিউরে থাকে....
গোধূলীরা মনমরা।
নাহ, এ বসন্ত তোমার জন‍্য নয়।

আকাশের নীলিমায় অশরীরি বিষক্রিয়া
ছায়ারা বিষাদগ্রস্থ।
সীমান্তের কাঁটাতার .......
কে যেন উপড়ে এনে রোপে দিয়ে গেছে মনের উঠোন জুড়ে,
এক ছাদ-ঘরে পড়শি হয়েছে দোসর।
পলাশের লালে রক্ত; অপঘাত।
নাহ, এ বসন্ত তোমার জন‍্য নয়।
।।
তোমার বসন্ত কবির গানে,
কৃষ্ণচূড়ার ঠোঁটে....উন্মত্ত কুহতানে।
।।
তোমার বসন্ত মেঠো বাউলে,
রাখালের সুর....সন্ধ‍্যা আজানে।
।।
তোমার বসন্ত বুকের পাঁজরে,
রাধার বিরহ.....প্রেম-অভিমানে।
।।
এ বসন্তে উহ‍্য হয়েছে সুর।
এ বসন্তে অভিশপ্ত রঙগ্রন্হি।
এ বসন্তে ঝলসায় রোজ প্রেম।
প্রিয়...... এ বসন্ত তোমার জন‍্য নয়।
অতঃপর__বহেমিয়ান আমি
তোমার একটুকরো বসন্তের সন্ধানে।

পায়েল খাঁড়া

No comments:

Post a Comment