এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবারতি চক্রবর্তী




কবিতা (সাধারণ বিভাগ)



অপূর্ণ

কেউ কারো নয়,আমরাই আমাদের নয়

সবকিছু যেভাবে চলতে থাকে
প্রতিমুহূর্তে তার বিচ্যুতি নির্ধারিত হয়

শেষ কখনও চিনতে পারেনা শুরুকে
তাইতো ছবি তৈরি হয়না শেষের

কায়াহীন কাঠামো নির্লিপ্ত থেকে যায় শেষ শুরুর




ফেরা

বলেছিলি একসাথে গান গাইবি
হয়তো মিথ্যে ছিল

মন দিয়েছিলি যে আমায়
হয়তো মিথ্যে ছিল

নৌকার ভাসানো ওই তিস্তায়
হয়তো মিথ্যে ছিল

আবার ভাসাবো কোনোদিন,আবার গাইবো কোনোদিন

যেদিন পাখি ডাকবে বৃষ্টি ফুটবে রোদ হাসবে আকাশ হলদে হবে

যেদিন ফিরব তোর কাছে।

দেবারতি চক্রবর্তী

কদমতলা জলপাইগুড়ি


No comments:

Post a Comment