ছড়া
দুঃখ
নাইকো কোনো সুখ,
দিনরাত শুধু কেঁদেই মরি
জলে ভরে যায় বুক।
ঘরের কোনে বসে থাকি
নেই যে কোন সঙ্গী,
আমি একলা মনে করি আঁকিবুঁকি।
একায় একায় দিন কেটে যায়,
বন্ধু খোজা মুশকিল,
তাই ভাবলাম কবিতাকেই করেনি আমার সঙ্গী।
বন্ধু
বন্ধু হল এমন একজন ব্যাক্তি
যার মনে আছে বন্ধুত্ব,
নেই কোন জটিলতা,
যার মুখের কথা সত্য।
যে মানুষের নাম বন্ধু,
নেই তার বন্ধুর প্রতি ভালোবাসা,
তাকে ভালোকরে চিনে নেওয়া উচিৎ,
নয়তো তোমার। মন ভরে যাবে নিরাশায়।
যদি কোন দিন হতে চাও সত্যিকারের বন্ধু,
কখনো ছেড়ো না তোমার বন্ধুর সঙ্গ।
বিপদে তার পাশে থেকে
তার বন্ধুত্বের জালে নিজেকে কর বন্ধ।
উপাসনা চক্রবর্তী |
(বয়স ১১, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল,
হলদিয়া, ক্লাস ৬)
No comments:
Post a Comment