কবিতা (সাধারণ বিভাগ)
টুকরো আকাশ
নাই বা গেলাম পাহাড়চূড়ায় ,
নয়তো কোনো গহন বনে,
অথবা সেই সমুদ্রতট , ঢেউ যেখানে নিজের মনে
ঝিনুক ছড়ায় সংগোপনে !
এখন নাহয় চার দেওয়ালেই
ঘরের ভিতর বন্দী থাকি ।
তাই বলে কি যখন তখন মানসভ্রমণ নিষেধ নাকি !
মনেই টুকরো আকাশ আঁকি …
অথবা সেই সমুদ্রতট , ঢেউ যেখানে নিজের মনে
ঝিনুক ছড়ায় সংগোপনে !
এখন নাহয় চার দেওয়ালেই
ঘরের ভিতর বন্দী থাকি ।
তাই বলে কি যখন তখন মানসভ্রমণ নিষেধ নাকি !
মনেই টুকরো আকাশ আঁকি …
আহরণ
অ্যালবামে ভরা সাদা -কালো ছবি মেঘলা অথবা রোদ্দুর
অবসরে খুঁজি হারানো 'আমি'কে আকুল আবেগে ভরপুর ।
শৈশব থেকে মধ্যবয়েসে জমা আছে হাসিকান্না
সমুদ্র সেঁচে তুলে আনি কিছু অনন্য চুনী-পান্না ।
ভৈরবী থেকে সিন্ধুবেহাগে জীবনেরই জয়যাত্রা
সুরে-তালে সবই মিলেমিশে আছে কম পড়েনি তো মাত্রা !
শর্মিষ্ঠা দত্ত |
পরিচিতি
মধ্যকলকাতার পার্কসার্কাস অঞ্চলে জন্ম এবং বড় হয়ে ওঠা। বাসন্তীদেবী কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক। বিবাহোত্তর জীবনে দীর্ঘকাল ধরে বার্ণপুরের বাসিন্দা। অনুগল্প , ছোটগল্প ও কবিতা নিয়মিত প্রকাশ হয় শিল্পাঞ্চল, বিভিন্ন জেলা ও কলকাতার ছোট পত্রিকাগুলিতে। সারাভারত লহমা অনুগল্প প্রতিযোগিতা ২০১৮ সালের প্রথম পুরস্কার প্রাপক। নিজস্ব কবিতা সংকলন "হেমন্তের ঘ্রাণ" প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। সম্প্রতি কয়েকটি ব্লগের নিয়মিত লেখক।
খুব সুন্দর !
ReplyDelete