কবিতা (সাধারণ বিভাগ)
মধ্যকার ছায়ায়
অসাধারণ সম্ভার
চল গোল্লায় যাওয়া যাক
চাঁদোয়া কেন টাঙালে
উল্কি আঁকার দরকার কি
বুক জুড়ে সর্দিগর্মি
প্রেমের বিশেষণ অন্ধ
অন্ধকারে উৎকন্ঠা কিসের
আচ্ছা ধরোই না
গিরগিটিরা রঙ কানা
সময়টা হল সোমত্ত
আর ইচ্ছেগুলো নাছোড়বান্দা …
বিদায় জানাবার পরে ----
হ্যাঁ এখন সে জানে
সহ্যাতীত প্রখর প্রেমে
তার হৃদয় আহত
তীব্র সুখে হাওয়া ভারী ও উষ্ণ
হুড়কোটা টেনে দেবার পর
রাস্তার বাতি নিশ্চল
বাড়িটা গরম চুপচাপ
আর ভীষন একলা
শুধু ডাইনিং হলে মন্থর শব্দে
ঘড়িটা রাত ডিঙিয়ে যেতে যেতে
বলে, "আমি তোমায় ছেড়ে
কখনো যাবোনা" ...
সোনালী মন্ডল আইচ |
No comments:
Post a Comment