কবিতা (সাধারণ বিভাগ)
ক্লেদজ কুসুম -৭
হেমন্তের জরায়ূর ভেতর শীত ভ্রূণ ।
যা কিছু গোপন ক্ষয় ঠোঁটে নিয়ে কাঁপছে বৃহন্নলা রাত।
ওম দিতে পারে এমন পতঙ্গ
গান ফেলে গেছে কুসুম যোনিতে।
ছোট ছোট ঘুম আসে
কে কবে কুসুম মুখে ক'ফোঁটা মধু দিয়েছে যে
বুক থেকে খুবলে নেবে পরাগ
শুষে নেবে পতঙ্গ মোচ্ছব ?
ঠোঁট ফাটা বিনীত শীতে ঘুমিয়েছে ক্লেদজ কুসুম ;
দু-হাতে রাত ঠেলে জড়ো করি
তারার চুমকি দিয়ে সাজাই ভেষজ ঘুম।
ব্রণের মতো অনুন্নত স্তন
জারোয়া রমণীর মতো বে-আব্রু
হাওয়ায় খুলে যায় জরায়ূর ঠোঁট
নিষিক্ত ডিম্বানুর ভেতর
বেড়ে ওঠে প্রসবের হাহাকার
হেমন্তের জরায়ূর ভেতর শীত ভ্রূণ ।
যা কিছু গোপন ক্ষয় ঠোঁটে নিয়ে কাঁপছে বৃহন্নলা রাত।
ওম দিতে পারে এমন পতঙ্গ
গান ফেলে গেছে কুসুম যোনিতে।
ছোট ছোট ঘুম আসে
কে কবে কুসুম মুখে ক'ফোঁটা মধু দিয়েছে যে
বুক থেকে খুবলে নেবে পরাগ
শুষে নেবে পতঙ্গ মোচ্ছব ?
ঠোঁট ফাটা বিনীত শীতে ঘুমিয়েছে ক্লেদজ কুসুম ;
দু-হাতে রাত ঠেলে জড়ো করি
তারার চুমকি দিয়ে সাজাই ভেষজ ঘুম।
ব্রণের মতো অনুন্নত স্তন
জারোয়া রমণীর মতো বে-আব্রু
হাওয়ায় খুলে যায় জরায়ূর ঠোঁট
নিষিক্ত ডিম্বানুর ভেতর
বেড়ে ওঠে প্রসবের হাহাকার
সম্পর্ক -২
এবং আমাদের চেনা জানা গুলি
আরও বেশি আলোকিত হতে পারত
আমাদের ভালোলাগা -মন্দলাগার কারণ
আরও স্পষ্ট ও লঘু হতে পারত।
তোমাকে আর তেমন করে দেখা হবে না
জানা হবে না -
কোন উৎসবে তোমার বাণী
মাঠে ফসল ফলাবে।
তুমি কী জানতে চেয়েছিলে
আর আমি কী জানাতে পেরেছি
আমিতো সেই ব্যর্থ চিত্রকর
যে আজও তার ক্ষুধিত ঠোঁটে
এঁকে দিতে পারিনি একটাও দুর্লভ চুম্বন ।
ভেতরে ভেঙ্গে গেলে
মানুষের বাইরেটার কী দাম থাকে বলো ?
কেবল পাতায় পাতায় ভাসানের সুর বেজে ওঠে
আর আমরা একই ভাবনায় চেয়ে থাকি পরস্পর ।
বি কা শ দা শ
৩৫/৩/১ বাকসাড়া রোড
বাকসাড়া ;হাওড়া -৭১১১১০
আলাপ-৯৮৮৩৩২৬২০০
email :-66bikashd@gmail.com
No comments:
Post a Comment