এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

তৈমুর খান




কবিতা (সাধারণ বিভাগ)



জাল ফেলছে

পাতায় পাতায় আলোর কারুকাজ
ভোর নামছে মেঘের সিঁড়ি বেয়ে
ক্ষয় হচ্ছে শিশির সোনার আয়ু
পানকৌড়ি ডুবছে ভাসছে জলে
তরল কোনও চেতনার গানে
স্বরলিপি বেজে উঠছে জলের কম্পনে

স্থলমাছ ছুটছে দলে দলে
                                      রঙিন পোশাক
তাদের মাঝে দু একটি নষ্ট জেলে
                                          জাল ফেলছে
                                     
                      ব্যর্থ সব ছেঁড়া ও ধূসর জাল

আমি একা ঢুকে যাচ্ছি রোদের তাঁবুতে....






পিছিয়ে পড়া মানুষ

পিছিয়ে যাচ্ছি
        পিছিয়ে পিছিয়ে যাচ্ছি
লাগাম দেওয়া ঘোড়াগুলি
                    এগিয়ে যাচ্ছে
ঘোড়ার পিঠে ঘোড়সওয়ারী
                    লাল টুকটুক মুখগুলি
                                  হাসতে হাসতে চলে যাচ্ছে
পথের ধুলো উড়ে আসছে
                           আমার দিকে
ধুলোয় ঢাকা ভবিষ্যৎও
                            পাক খাচ্ছে
                                             পাক খাচ্ছে
এই বিকেলে কারা এত রঙ মাখছে  ?
হৃদয় নেই  ?
খাঁচার ভেতর টিয়াপাখি ডেকে উঠল
                                           ডেকে উঠল
শুনতে পাচ্ছি —
আমি একা পিছিয়ে পড়ছি

   ..                    ধুলো এসে পাক খাচ্ছে......


তৈমুর খান

1 comment: