কবিতা (সাধারণ বিভাগ)
আটপৌড়ে হিসাব
একক গুলো ভুল হয়ে যায় বহু প্রচেষ্ঠার পর
নিখুঁত ভাবে সাজানো আমার পক্ষে প্রায় অসম্ভব ।
অতিবাহিত হবার একক সব ঊপহাস করে
সঠিক মাপ কোনো ভাবে হয় না
কিন্তু স্থির থাকা বোকামী হবে তাই সামনে তাকানো ভালো
অতীতকে তো হাতের নাগালে পাব না, চক্রব্যূহে আবিষ্ট হতে থাকি বার বার
আমার কষ্ট পাওয়া মানায় না, ওগুলো ভয় পায়
আর কান্নার রসদ বরফ হয়ে জমতে থাকে
চারপাশটা থাকে অনেক অনেক ভাওতা, মেকি আবেগ, চাতুরতা
তবু সওদা থামে না, বৃদ্ধি পায় নিরন্তর
আমি হিসাব কিনতে থাকি; সব ভুল হিসাব
ভ্রান্ত মাপকের মধ্যে ডুবে যায়
যদিও কিছু বিসর্জন দিতে হয় অজান্তে ।
হালটানো কথা
রোগটা আসলে কোথা্য় সেটা অন্বেষন করতে গিয়ে সব গেল
বাহিরে হলে কোন সমস্যা ছিল না, কিন্তু সবটাই রয়েছে
অন্তস্থলের ঠিকানা গুলি অজানা নয়, তবু হালটাতে থাকি
আশা শেষ পর্যন্ত ছিল
বুক ধড়পড় ব্যমোটা সময়ে অসময়ে আর্তনাদ করে
কেন করে তা বলাও মুশকিল
জেনে না জানার ভান করা ঊচিত হয় নি
লোনা জলে মাছ ধরা কম কষ্টের নয়
তখন বোঝা ঊচিত ছিল সমুদ্র বেগতিক
আমার নির্জনতা খুব সহজে আসে না
গুঞ্জন গহনে অভিযান চালাতে হয়; তা করেও ছিলাম
ইচ্ছেটুকু নিত্যসহচরী হয়ে পাশে ছিল সর্বদা
আর থাকবে না কেন ও তো আমার দ্বিতীয়া
শুধু ঊপস্বর্গ হয়ে পাশে পাশে থাকে…
ভরসা
একটি চিল মাঝ আকাশের ঠিক কেন্দ্রীয় অংশে ঘুরছে
ডানা ঝাপটার শব্দ আর্তনাদের মতো ফিরে আসে
মাঝখানে শুধু মাত্র শূন্য দিয়ে পূর্ন
কিছু পথ নামতে থাকে, যত নামা সম্ভব ঠিক সেটুকু
চিল তো গাংচিল নয় ; বিকট শব্দ বিস্ফোরিত হয়
ছড়িয়ে যায় তোমার প্রতিটি মুহূর্তে
সমতলভূমি ছোঁয়ার কোনো বাসনা নেই ; শুধু
পাহাড় স্পর্শ করার ইচ্ছা লালন করে রাখি
হিরণ্ময় পাহাড়ের খাঁজে গহন বন আবাসভুমি
তবু চিলের সামান্য নিম্নগামীতা ভগ্ন রোগের বীজাণু ছড়িয়ে দেয়
আর ভেবে কষ্ট পাব না । তোমার জন্য প্রস্তুত
জলা – জঙ্গল - হোক শেষ ভরসা …
ঐন্দ্রিয় জাল
তোমার কন্ঠস্বর শুধু মাত্র মধুর শব্দবন্ধে মাপা মানায় না
ভালোবাসার উৎসারণ এতটা গভীর যেন সবটা প্রকৃতির
একটি ভালো লাগা যেন বিঁধে যায় ধমনীবাহে
লোমকূপের রোয়াগুলো জেগে ওঠে
( সব...) ঐ চারটি বর্নের মধ্যে থাকতে বড়ই ভালো লাগে
দূর্বলতা ক্রমশ বৃদ্ধি পায়
যেন সমস্ত শক্তি বেরিয়ে যাচ্ছে স্বরের যাদু স্পর্শে
ঐন্দ্রিয় জাল বিছিয়ে রাখছে, তবে তা ফাঁদ হিসেবে নয়
শুধু হৃদপিন্ড ঘায়েল করার জন্য
তা হোক ; ক্ষত – বিক্ষত হোক সব
আমি দ্বীপ হব না । তোমার শাখা হবার সদ্বিচ্ছাটুকু প্রকাশ করলাম ।
****
No comments:
Post a Comment