কবিতা (সাধারণ বিভাগ)
ফিনিক্স
তুমি সবসময় প্রেমিকা নও,
কেননা সৌন্দর্য এখনও বিক্রি হয়
তোমার পতাকায় তার দাম
ক্রমাগত ছাইয়ের গলা থেকে আঁতকে
মৃত্যুদণ্ড শোনায়
এক বাড়ি থেকে আরেক ঘর
ডানা পায়
অনাবৃত তৃতীয় জীবন দ্বিতীয় মরন চায়
ক্রিম মাখবার দিন
বেশ! ফুরিয়ে যাও
টিউব ছেঁকে ফেলে দাও ভাজাতেল
উপড়ে ফেলা ধানক্ষেতে
আগুন মাখিয়ে দাও অনুক্ষন লিঙ্গ
দাউ দাউ কথাগুলো ঘাড়ে এঁকে দাও
কত শব্দবর্ষ পেরিয়ে এসে আজ
হাতে গুটিকয় ওয়াকিবহাল কুয়াশা,
মুছে নাও স্নান থেমে গেছে সামগান
মাঝে মাঝে সূর্য মাখবে যদিও
তারও পরে দুদিকে দুটো তীর মাঝে
একটা ক্লিক সামলে আরেকটু যাও ক্রিম
মাখবার দিন ফুরিয়ে আসছে অনুক্ষন
রবারের বনে কারা আবির ছেঁটায়,
জাফরান মাখা রোদ গ্রামোফোনে তোলে
কিছু ঘড়িপথ কিছু বাঁশফুল
দরদাম করে রেখো ক্রিম মাখবার দিন
ফুরিয়ে আসছে ক্রমশ......
অজৈব কিছু ঢিপি জল জঙ্গল
টেনে হিচড়ে আনো সিন্ধুতে দ্রুতপদ
ফুলের মতো আশ্চর্য
কবিতা থেকে একটু দূরে কিছুটা জমি
দু-এক কাটা হবে ফুলের মতো আশ্চর্য
শেকড় সেতুতে বাঁধা এক গ্রাম দুই গ্রাম
জলচোষা কংক্রিট নয় শৈবালদাম
কখনও চাতক কখনও বেলুন স্তব্ধতায়
দীপ জ্বলে ওঠা ইথারে ইথার ঘষা
আবহমান বিসর্গের গন্ধ নিয়ে সন্তর্পণে
আবদারমাখা পাড়া-গাঁয় ফেরে মুক্তাশা,
মাথা তোলে শ্যাওলা সকাল শব্দে রন্ধ্রে
পৃথিবী বিমুখ পায়ের আওয়াজ শুনে
অন্তর্জাল স্লেটে কবিদের হাতেখড়ি
শ্রেষ্ঠ কবিতার মতো ছেপে একটু দূরে
কিছুটা বমি উগলে দেওয়া যাবে ফুলের
মতো আশ্চর্য তদ্ভব তৎসম ভগ্ন-ধ্বনি
স্বাধীনতা
এক টুকরো পুরুলিয়া কিংবা বিহার
প্রতিবছর উঠে আসে আমাদের ভাটার মাঠে
উনুনের আগুন যেমন নীল হয়ে থাকে
রক্তে বর্ণে তেমন সান্দ্র কাদায়
আমাদের গোরস্থানে শ'য়ে শ'য়ে কোদাল
জেগে ওঠে মৃতদেহ ঘাড়ে করে
আলোর ধূলোতে একটা একটা প্যারাস্যুট
এঁকে দেয় অশ্বমেধের ট্যাটু, দেয়ালে দেয়ালে
প্রচার কুড়ানো মিছিল থেকে ঝোপঝাড়
রাঙা শরীর উঠে আসে ফুলশয্যায়, ক্যাফেটেরিয়ায় চিরচিহ্ন দিয়ে যায় সময়....
ঘুমের সাঁতারে একটা সাবমেরিন ডাকহরকরা
হয়ে ওঠে পূর্ব কিনারে বা উপন্যাসের দেশে
****
No comments:
Post a Comment