কবিতা (সাধারণ বিভাগ)
স্রোত .
শামুকের বিছানা
রাত নামে ঝাঁপি খুলে
পুষিয়ে গিয়েছে প্রেম
এদিকে তক্তা
ওদিকে পেরেক
আড়ষ্ট হাতুড়ি
ব্যর্থ কাস্তে
বোতলে বন্দী
কলকাতা টু জেরুজালেম
রাত নামে ঝাঁপি খুলে
পুষিয়ে গিয়েছে প্রেম
এদিকে তক্তা
ওদিকে পেরেক
আড়ষ্ট হাতুড়ি
ব্যর্থ কাস্তে
বোতলে বন্দী
কলকাতা টু জেরুজালেম
উপনিবেশ.
জামা খুললেই বেরিয়ে পড়ে পৃথিবী
খড়ি ফুটে ওঠে সারা গায়
নগ্ন কোমরে চেপে বসে রাষ্ট্র
নিভে যায় আলো
তুমি চেঁচিয়ে বললো
ছেড়ে দাও প্লীজ
ঢেলোনা আর বিষ
আমরা সান্ত্বনা দি
প্রতিটি সঙ্গমের আয়ু মাত্র দু মিনিট
সুদীপ গুপ্ত |
খুব সুন্দর !
ReplyDelete