কবিতা (সাধারণ বিভাগ)
কড়কড়ে শ্রেষ্ঠ কবিতারা
উঁচু রাস্তাটা ওখানে
ঢালু হতে হতে
রাজহাঁস-বিষয়ক-স্মৃতিতে মিশছে
এই ভাঙা গানটা
একটা দশার ভেতর
পরিষ্কার একটা সিদ্ধান্তে আসতে চাইছে
ব্যবহার করার পর খুলে রাখা যতিচিহ্নের ভেতর
আসতে চাইছে
ভালো শব্দটা প্রাক্তন শব্দটার পাশে
মাঠ হয়ে
সাদামাটা কতগুলো কম্যুনিকেশনে
কালচে পুকুর হয়ে
এসব আউট-অফ-ফোকাস পংক্তি নিয়ে
পালে পালে কেমন
কড়কড়ে শ্রেষ্ঠ কবিতারা উড়ছে...
স্বপ্ন
এরকম অপেক্ষার দিনে
আমি আস্তে আস্তে শরীর মেশাচ্ছি
দৃষ্টি পড়তে পড়তে
আর ভাবছি
আমার বিষাদ মোটেও নীল রঙের নয়
তবু
সুর লিখতে গিয়ে
রিয়ালি
বারবার অগাস্ট লিখে ফেলছি
আর নিজেরই দু’পায়ের ফাঁকে দাঁড়িয়ে দেখছি
গাছেদের ছবিরা কেমন বড়ো হয়ে উঠছে
পারফোরেটেড স্বপ্নদৃশ্যগুলোয়
নীলাব্জ চক্রবর্তী জন্ম – অগাস্ট ১৯৭৭ |
প্রকাশিত বই –
- পীত কোলাজে নীলাব্জ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক)
- গুলমোহর... রিপিট হচ্ছে (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক)
- প্রচ্ছদশিল্পীর ভূমিকায় (জানুয়ারি ২০১৪, কৌরব)
- লেখক কর্তৃক প্রকাশিত (জানুয়ারি ২০১৭)
- আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন (জানুয়ারি ২০১৮, ঐহিক)
ভালোলাগা – গানের পুরনো আর কবিতার নতুন।
স্বপ্ন – মনের মতো একটা শর্ট ফিল্ম তৈরী করা।
No comments:
Post a Comment