এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অতনু ভট্টাচার্য



কবিতা (সাধারণ বিভাগ)




আরেকটা সিগারেট ধরানোর আগে

আরেকটা সিগারেট ধরানোর আগে
আবছা মতো শুনতে পাচ্ছিলাম

কিন্তু,সিগারেটের দাম আরো বাড়লে
আমি তো লাল-নীল-কালো-সাদা যে কোনও
সুতোর বিড়িতে নেমে যাবো

ঠোঁটে বিড়িপাতার তাপ মাপতে মাপতে
একটা স্বপ্নের কাউন্টার স্বপ্নে
ঢুকে দেখবো

আমার-ই পছন্দের সিগারেট
অথচ যতগুলো আঙুল আর ঠোঁট
কোনওটাই আমার না




দাম্পত্য

‘প্রকৃত প্রণয় ও বিবাহ’ তুমি পড়ছো
হরপ্রসাদ শাস্ত্রীর...

আমিও কম্পিউটরের সঙ্গে দাবা খেলছি

সারাদিনে বড়জোর দুবার
সন্তান বিষয়ে তোমার সঙ্গে কথা হবে

আমাদের আলাদা আলাদা ঘরে
দুই প্রতিদ্বন্দী আলাদীন !


অতনু ভট্টাচার্য

1 comment: