কবিতা (সাধারণ বিভাগ)
অতিকথন
(১)
ঋতুর দোহাই দিই ,অকালে বর্ষা ফেরাই আর
প্রেম থেকে সহজ সরালে
পড়ে থাকে খেলনা উঠোন
নতুন চালের ভাত আমাদের নিরন্ন দুপুরে
একা একা পলাশ ফোটায়
(২)
আমরা কবিতা হবো সেই ছায়াটির মতো
নরম কিনারে বসে শব্দ ছুঁড়বো জলে
সবচেয়ে পিছল কোণ বেয়ে নেমে যাবে আলো
শেষ ধাপ ভিজে গেলে চোখ থেকে তুলে নেব
সিঁড়ি
অথচ বিকেল এসে অনায়াসে ধুয়ে দেবে
আমরা কবিতা হবো ঠিক বিকেল যেমন
এই আছি এই নেই
সন্ধেরা খুঁজবে হাওয়ায়
জয়ীতা ব্যানার্জী গোস্বামী |
নিবাস - বাঁকুড়া
পেশায় - শিক্ষিকা
কবিতা লিখছি গত দুবছর ধরে । কবিতা নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা একরকম নেশা ।
প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ : জোনাকীর ডাকবাক্স
( জ্ঞানপীঠ প্রকাশন )
খুব ভাল লেগেছে
ReplyDelete