কবিতা (সাধারণ বিভাগ)
নাচককরা
নিশ্চুপ হয়ে ফিরি ফি দিন
কারা যেন বাড়িয়ে দেয় হতাশার হাত
ওড়া হাওয়ায়
বয়স বাড়তে বাড়তে একদিন বুড়ো হয় বটপাতা
ক্লোরোফিল কমে গেলে জীবনের রং বদল।
আমিও হারিয়ে ফেলি একদিন
ডারউইনবাদের ভাষা।
নীলফড়িং নীলমৃত্যু উজার করে নিয়ে ফেরে
আমার নিঃসঙ্গতায়
মঘা-নেবুলার মত এক নিস্তব্ধতা।
কাঁকড়ারাও কবে যেন কঙ্কাল হয়ে যায়
বালির ভেতর--
প্রজাপতি পাখা মেলে হারিয়ে ফেলে তার শৈশবদিন
একদিন খুঁজে নেয় সে কপালে কুপিশিখা
আমিও এই সব অপ্রাসঙ্গিকে মৃত্যু খুঁজি
দেখি দুঃসময় দাবিয়ে রাখে আমার মস্তিষ্ক।
ভগ্ন ব্যাধির ভেতর বলে ওঠে
এই তো একটা জুঁই ফুলে জীবন
যেভাবে ফুটছে ফুটুক--
নৈসর্গিক নিয়মে ঝরে পড়বে একদিন তার পেলব পাঁপড়ি।
দীপ মন্ডল |
খুব সুন্দর শব্দপ্রয়োগে অসাধারণ মননশীল লাগলো...
ReplyDeleteবাহ্। ভালো লাগল।
ReplyDelete