সিরিজ কবিতা
পাপ-৩
পেটের আগুন গিলে নিয়েছে অতীত
খিদের কোনও লৌকিক সমাজ থাকে না
থাকে না পয়সার কোন ধর্ম কিংবা জাত।
সাদা ব্লাউজের মসলিনপর্দায় কালো অন্তর্বাস ফিতে
লোলুপ গিলে নিচ্ছে তামাম শহর...তামাম জীবন্ত আগুন
রাতের এক- একটা দানব ট্যাক্সি ধেয়ে আসছে
হরিণী ধরা বাঘের মত
সিটে চেপে বসতে পারলেই শরীর কখন যে
ছোট খোকাখুকির ভাত হয়ে যায় !
ভাত আর লিঙ্গের মাঝখানে আমৃত্যু থাকে
ঈশ্বরের মৃতমুখ...
পাপ-৪
এ তদন্ত থেকে মুক্তি দিন মহামান্য ...
শহরের আনাচে কানাচে ডাস্টবিনে মিলেছিল দেহ টুকরো।
জোড়া দিয়ে দিয়ে ছোট্ট একটা শরীর
কতই বা হবে!আট কিম্বা দশ!
তার মাকে দেখেছিলাম পাথরপ্রতিমা সম
শোকে -তাপে!... না পরিতাপে?
কি দোষ ছিল সে খোকার!
পরিতোষ কাকুর দেওয়া খেলনা গাড়ি ফেলে
প্রতি দুপুরে মা আর কাকুর ঘাম ঘাম খেলা খোকার চক্ষু বন্দী!
মা -পাথর চোখে জল দেখিনি
কাঁদ মা একবার তুই কাঁদ,
তুই না কাঁদলে জন্মভূমি কর্দমাক্ত হবে
তোর চোখ ও বৃষ্টির মাঝখানে থাক খোকা জন্মের নাড়ি ছেঁড়া ধন।
কাঁদ মা একবার কাঁদ,
তোর মা নামের সংজ্ঞায় জন্মাক দূর্গন্ধহীন একটুকরো পবিত্রকাপড়।
পাপ-৯
লোকটার বড্ড খিদে পায়।সে চেটেপুটে খেয়েছে কামদুপুর
এখন পড়ে আছে, নিথর ছোট্ট তুলতুলে শরীর
যেন বাঘে খাওয়া হরিণের ছানা।
বড্ড খিদে পায়...
লজেন্স খাবে খুকুমণি?এই দেখো পকেটে ভর্তি ললিপপে,
এই নাও। আরো দেবো ঘরের ভিতরে যদি আস!
গেম খেলার মোবাইলও আছে।নেবে!
শিখিয়ে দেবো সব খেলা।শিখিয়ে দেবো ছোঁয়াছুঁয়ি খেলা,
সুড়সুড়ি... সুড়সুড়ি।খুব মজা হবে।
মা কে বলবেনা কেমন!
বড্ড কষ্ট হচ্ছে সোনামণি?এই হয়ে এল।আর একটুখানি ...
আহা শিহরণ... ঝিম ঝিম
বলবেই মাকে?ওরে সর্বনাশ ...
খুব খিদে পায়।বয়োবৃদ্ধ বাঘ খায় কামছবি খায় কামদুপুর
কচি মাংসের সাথে খায় প্রাণবায়ু ।
লোকটার বড্ড খিদে পায়।
নিথর শরীর খেয়ে ধুয়ে ফেলে দাঁতে লাগা বিকৃত কামকষ ।
সোনালী মিত্র |
চাবুক কলম প্রিয়। এভাবেই চাবকাও।
ReplyDelete