কবিতা (সাধারণ বিভাগ)
বলছি তোমায়
# নিষ্ঠুর রেলগাড়িটা ধুলো উড়িয়ে -
আমায় ম্রিয়মান করে-
দুরে সরিয়ে নিয়ে গেল তোমায় ৷
হেমন্তের বিকেলে আত্মপরিচয়
ভুলে-
মনে আগুন আলোকশিখা জ্বেলে -
ফিরতি রেলগাড়িতে দেবদূতের অপেক্ষায় ৷
#দ্রাঘিমারেখা বরাবর ঘুমন্ত চরাচর৷
কামনার সন্ধিলগ্নে আবলুসের গন্ধে অধীর ৷
রাতের চঞ্চলতায় একটি চুম্বনের অপেক্ষায়-
লুপ্ত রাতের সিক্ত বাসনায় ৷
ফুরিয়ে গেল পলাশঠোঁটের হাসি৷
বাস্তবে দাঁড়িয়ে-স্মৃতি উলটে পালটে দেখি ৷
#শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে পেলাম পূর্ন উষ্ণতা ৷
সুখের ডানায় উড়লাম জীবনের অঙ্গীকারে ৷
শরীরের শিকড়ে জাগালাম প্রানের স্ফূরণ ৷
গভীর উষ্ণতায় ছূঁলাম কাঙ্খিত ভালোবাসা ৷
ভাগ্যের চোখরাঙানীতে মনমাঝী ডুবল আজ্ঞাচক্রে ৷
জীবনস্রোতের খোঁজে প্রতিক্ষণ থাকি অপেক্ষায় স্বর্নতৃষ্ণায় ৷
# মৃত্যুর সক্রিয় হাতছানি পেলাম তক্ষকের সাজে ৷
ঝাপসা দৃষ্টিতে প্রান রাখলাম তোমার হাতে ৷
ভাবিনি আবার ফিরে পাবো পিপাসার্ত চোখদুটি ৷
দ্যুতিময় প্রেমের সন্ধ্যায় তোমাতে আমাতে মেশামেশি৷
বিষের জ্বালায় জ্বলে শুদ্ধ আজ তোমার নন্দিনী ৷
সবশেষে লিখবো এক প্রেমের সংক্ষিপ্ত পদাবলী ৷৷
মা গো
মাগো, আমি তোমার অধম সন্তান----
সারাজীবন বুকে বৃষ্টি ভরে সিঞ্চন করলে আমায়
শরীর খারাপে চোখের নোনা জলে ভেজালে দেবালয়
জগতের সমস্ত সত্য-ন্যায় -ধর্ম শেখালে প্রতিনিয়ত
তবুও আমি হতে পারলাম না তোমার সম্পূর্ন তথাগত
তোমার প্রতি করে চলেছি চরমতম অন্যায় ---
মাঝরাতের যন্ত্রনায় যখন তুমি শয্যাশায়ী বিছানায়
পারিনি মাথায় হাত বোলাতে তোমার বিদায় বেলায়
সংসারের দায়িত্ব- কর্তব্য সব পালন করি প্রতি পদক্ষেপে
শুধু তোমার বেলায় মাগো,থাকতে হয় নিঃশ্চুপ নিরুত্তাপে
তবুও কেউ বলেনা আমি নিষ্ঠুর,পাষন্ড---
কেন, কেন মাগো বৈষম্য ? সমাজ এতো ভন্ড ?
হোতাম যদি সোনার আংটি সবাই বলতো অকালকুষ্মান্ড
আমি যে তোমার আদরের মেয়ে -বুকের পাঁজর
রক্ষনশীল পরিবারে অন্দরমহলের শ্বেতপাথর
তোমার বার্ধক্যের লাঠি হতে পারি না --
এ কেমন সমাজ মাগো --?
তোমার অসুখে আত্মজ হয়ে যদি থাকতাম বিদেশে
চৌরাস্তার মোড়ে আমার নামে বিচার বসতো এদেশে
কিন্তু মাগো, আমি যে তোমার নাড়ী ছেড়া ধন
রাখবো শেষদিনে তোমার পায়ে এ জীবন ৷৷
মধুমিতা ঘোষ |
অনেক ভালো লাগা রেখে গেলাম
ReplyDeleteapnar Lakha pore ekta kotha bujte parlam je apni ekjon khub boro maper srostha.
ReplyDeletekono karone-ee lekha thamaben na please..
apnar aro lekha porbar sujoger apekkha te roilam..
nirash korben na Nichoi...
bhalo thakben....