এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নীলিমা দেব




কবিতা (সাধারণ বিভাগ)



রাত রঙ

১।
রঙথেকে খুলে পরছে
মৌ-বন
সাথে বিস্ময়
যদি, তদি, ইত্যাদি...
সাইলেন্ট আলোর–হাত বাজিয়ে যায় মোমের জন্মদাগ
সাড়া নাই, সাড়া দিতেও নাই এসময় ...
নীলে নীলে ভিজে গ্যাছে সব খেয়ালাত

২।
অ-জানা না-জানা
অণুশব্দরাও বুঝে নেয়
বেড আর বেডশীটের ফিলিংস

চাঁদ কোলে নিয়ে বসে থাকে  
কবিতার শরীর

সেয়ানা মেঘ কপি করে
নিঃশব্দ রাতের
এ-টু-জেড

আ-শরীরে  বৃষ্টি-যাপন......  


৩।
এভাবেই  দহন শেষে স্মার্ট হয়ে যায়  
সাইকো আলোর ভ্রূণ  
বধির রাত  
টিপটপ আঁধারে  গ্রো করছে
যতটা  জল তারও বেশি ঢেউ
খেলাঘরে বাড়ন্ত নীল

চোখ মেলে যা দেখি তার অনেকটাই সেলাইমেশিন ...

নীলিমা দেব

No comments:

Post a Comment