এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনিন্দিতা চৌধুরী

 

কবিতা (সাধারণ বিভাগ)





স্বপ্ন শহরের ঘুণ...


সমুদ্রের পর সমুদ্র
ঢেউ ভেঙ্গে  
ঝিনুক নয়, নীরবে দুপুর কুড়িয়ে
জেহাদী বসন্তে ঝাউ বনে দেখা হয়েছিল,
পরস্পরের হাওয়া গায়ে মেখেছিলাম..
প্রবাল দেশের হাতছানি আজ কেবল স্বপ্ন শহরের ঘুণ...
খোলা চোখে জোনাকির শ্রাবণ আজ
মৃত্যুর নীল দাগ।
এই আকাশে তোমার
নীল হয়ে যাওয়া ব্যাথা ঝরছে .....
হাসি হয়ে ....আবীর রঙের সোহাগে।




প্রতীক্ষা

মনের জোয়ার ভাঁটায় দাঁড়িয়ে
জীবন সৈকতে তোমায় খুঁজি
কড়ে আঙ্গুলের প্রেম ভিজিয়ে দিয়ে যায় সব অনুভূতির গল্প
ছোবলে ছোবলে খুঁজে বেড়াই হারানো উৎসব ।
কবিতার শরীরে গভীরতা আর
মাছরাঙা চোখে মোহনা দেখে কেবল
ঋতু বদলের পালা ..
হারিয়ে যাওয়ার আগে সাঁতরে বেড়ায়
অদ্ভুত নীলপরী।
ঘুমন্ত রোদ্দুরের অন্তিম কবরে শান্তি ঝরায় .....
আর  মহাজাগতিক শূন্যতা থেকে ভেসে আসে চেনা কোন স্বর......
মিশে যায় নীল দিগন্তের জলছবি হয়ে ।।


অনিন্দিতা চৌধুরী
শ‍্যামনগর

No comments:

Post a Comment