কবিতা (সাধারণ বিভাগ)
নিরুদ্দেশ যাপন
হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল দোভাষী কন্ডোম
আর গা ঢাকা অন্ধকার
আদিম পুরুষাকারে উন্মুখ
চাতক যে নারী ওসমোসিসে নীল
তার বাসায় খেলুক শকুন্তলার হরিণেরা
বাঁশতলার কল কলসি ভরা জল
মেঘ সন্মোহনে আরো নোনা হলে
সমুদ্র ডেকে নেয় মন্থনে
স্বেদ অন্ধকারে পত্রফলক
ভাঙ ধুতরা ফুল
বস্তুত, ঈশ্বর প্রকল্পে একটি সঙ্গম
সিদ্ধির সমতুল
পর্যায় সারণি
উনুনের ভেতর থেকে সূর্যটা
আকাশে রাখতেই
ভেবেছিলাম হইচই পড়ে যাবে!
চোখের ওপর হাত রেখে দেখবে সবাই বিনম্র অবসরে
আনত ঢালে পা টিপে
যারা খুঁজছে গুগলে
মেষ ও মোষের প্রভেদ
সেই সাম্যেই গণতন্ত্র ক্যামেলিয়া!
আজ রাজার বাড়িতে উৎসব
বিনা পত্রেই নিমন্ত্রিত সবাই
শূদ্র-ব্রাহ্মণ, কেজো-কাজি, আঁতেল-পাগল
শুধু একজন ছাড়া যে
নির্জনে কোথাও চৈতন্য খোঁজে...
আষাঢ়ের মাঠ,
আঙুল ঠেলে উজ্জ্বল জনপ্রতিনিধি
মেধা ও ঠেস পাহাড়ের দুপাশে...
*****
No comments:
Post a Comment