এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মোনামী মন্ডল




কবিতা (সাধারণ বিভাগ)



এক অন্য বসন্তে

আমার শহরেও বসন্তের প্রেম আসে,
কিন্তু বিশ্বাস আসে না !
শহরতলির সব গলির মোড়ে মোড়ে রটে যায়_
বিশ্বাস ভাঙ্গার গল্প।
অপ্রেম_ অব্যক্ত যন্ত্রণা নিয়ে ছটফট করে ওঠে,
জীর্ণ প্রেমিকার রক্তাক্ত হৃদয়।
এখানেও, প্রত্যেক বসন্তে ফুল ফোটে,
ঝরাপাতার মরসুম পেরিয়ে শুকনো ডালে_
সেজে ওঠে থোকা থোকা পলাশ ও শিমুল।
আগুন রঙা পলাশের কোন গন্ধ থাকে না।
রক্তাক্ত সৌন্দর্যের টানে ছুটে আসে অপ্রেমিক।
ফাল্গুনী পূর্ণিমা রাতেও বসন্তের চাঁদ জেগে ওঠে,
রঙিন কৃষ্ণচূড়ার বনেও প্রেম সেজে ওঠে।
শহরে বসন্ত আসে, প্রেম_অপ্রেমে লুটোপুটি খায় দখিনা হাওয়া।
রঙিন সৌন্দর্যৈ কবির লেখনী ভরে ওঠে।
তবুও কোথাও যেন আমি খুঁজে পাই_
অপ্রেম ভরা এক বাসন্তী শহর।
বিষ মিশে যায় শহরের বুকে,
বসন্ত ব্যাধিতে জীর্ণ হাওয়া বয়ে আনে কলুষিত চিঠি।
ভুল বসন্তের প্রেমিকের দেওয়া প্রতিশ্রুতি_
রেললাইনের মতই সমান্তরাল এগিয়ে চলে,
কাটাকুটি হয় ভালোবাসা।
প্রেমিক হারায় বাসন্তিকা !
জানালার কাঁচে বেরঙিন এক বসন্ত নামে_
ফুটপাথের ধরে পনেরো বছরের পোয়াতি মেয়ের শরীরে,
জমতে থাকে বসন্ত দাগ।
বুঝে ওঠার আগেই হঠাৎ আসা বসন্ত আশ্রয় নেয় নিয়েছে ওর শরীরে,
ভিক্ষের মাঝেই ও লাইন দেয় খিচুড়ি ইস্কুলে,
আমিও চশমার ঝাপসা কাঁচে স্পষ্ট দেখতে পাই_
একটুকরো বসন্ত আনতে কতোটা কাতারে ওঠে শীত !




কোন এক বসন্তে তুমিও প্রেমিক হয়ে এসো

রঙিন ফুলের ডালি নিয়ে একদিন আমার স্বপ্নে এসো,
কালো কালির অক্ষর দিয়ে কবিতা সাজাবো।
গোটা একটা বসন্ত ভুল প্রেমে কাটিয়েছে যে মেয়েটা_
তার জন্য থোকা থোকা প্রেমের মালা গেঁথো।
ঝরাপাতার মরসুম পেরিয়ে, ধূসর বিষন্নতা কাটিয়ে_
একদিন আমার অপ্রেম মাখা বেরঙিন শহরে এসো,
লাল কৃষ্ণচূড়া ছবির মত সাজিয়ে_
আগুন রঙা পলাশ পাঠিয়ো আমায়।
রুক্ষ মনের কোণে ফাগুনবৌয়ের রূপকথাকে টেনো
শান্ত নদীর চরে তোমার আদরে_
প্রেমমাখা একটা বাসন্তী শহর এনো।
দখিনা বাতাসের সাথে পাঠিয়ে দিও,
তোমার সবুজ সোনালী রোদ্দুর মাখা প্রেমের চিঠি !
অপ্রেমের শহরে, সবকটা গলি জুড়ে_
আবার নতুন বসন্ত নামুক,
লাল পলাশের রঙিন জুড়ে
আবার কবি স্বপ্ন আঁকুক।
রুক্ষ বসন্তেও অপেক্ষা থাকলে -
প্রেম কোনদিন পুরোনো হয় না।
সারাটা হেমন্ত জুড়ে হলদে রোদের আকাশে
প্রেম মাখে বাসন্তিকা !
পুরোনো রুক্ষতা আর ধূসরতা পেরিয়ে -
এই অপ্রেমের শহরে,
কোন এক বসন্তে তুমিও প্রেমিক হয়ে এসো !

মোনামী মন্ডল 

পরিচিতি : ইংরেজী সাহিত্যের স্নাতক স্তরে পাঠরতা, সাহিত্যের প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই লেখা।


3 comments:

  1. অসাধারণ। খুবই সুন্দর

    ReplyDelete
  2. অনুভুতির রন্ধ্রে রন্ধ্রে অনন্ত ভালবাসা
    ভাব আর আবেগে একাকার হতে চেয়েছে।
    ছন্দে ছন্দে জীবন সময়ের ছবি এঁকেছে।
    এ উন্মুক্ত ভাবনা, এ ভাবনা ও ছন্দ-
    জীবনের চিরন্তনে সময়ের পঙ্কিলতার ছাপ দেখে-
    শিহরিত হয়নি, কেবল দর্শক হয়ে থেমে যায়নি যে !
    দুটি সৃষ্টিতে ই এক অমোঘ কালের মেলবন্ধন ঘটেছে।
    আসল জীবনের স্পর্শ অস্বীকারের চাটুলতাও কবিতার ছন্দকে কৃত্রিমতা দিতে পারেণি-
    প্রাণ ভরেছে এ আঁচড়ে, মন ভরেনি কারণ....
    এ কলম বিরহের মাধুর্যে রুপ দিতে গেলেও-
    প্রেমময় ভাবনা তারবার বার কলমের সামনে এসেছে,
    কিন্তু বিরহের ধারায় তার ভেসেই গেছে কেবল।

    ReplyDelete
  3. অপ্রেমিক, এই ভাবনার মধ্যে নিজস্বতা আছে ৷

    ReplyDelete